পিঠ ঠেকেছে দেয়ালে, মুরগী নিলো শেয়ালে,
মাছ নিয়েছে বিড়ালে, চড় বসেছে চোয়ালে!
রক্ত মাখা দেয়ালে, রয়েছিস কোন খেয়ালে?
গলেতে ফাঁস তোয়ালে, মরল বেটা অকালে!
এইতো সেদিন সকালে, জড়ো হয়ে সকলে,
জমি নিলো দখলে, এইকি ছলো কপালে?
ভ্রমন কালের ধকলে, পরীক্ষার্থীর নকলে,
ছাতা নিয়ে বগলে, কিভাবে চাকরি পেলে?
হাজার পাখী এক ঢিলে, মাসতুতো ভাই যায় মিলে,
যায়গা মতন হাত দিলে, চেয়ার মেলে বান্ডিলে।
তেমনই ভাত ছড়ালে, হাজার হাজার কাক মেলে,
সম্মুখে পায়ের তলে, আড়াল হলেই কান মলে।
এমনি দিন যায় চলে, আকাশের মেঘ যায় গলে,
পাহাড় ভাসে সেই জলে, নদীতে স্রোত বয়ে চলে।
নবজাতক যায় ফেলে, কেঁদে সে পরান খুলে,
মা যদি না নেয় কোলে, তবে যাবে কোন কুলে?
ঘি উঠালে আঙুলে, হল কলা গাছ ফুলে,
ভাঙা তরীর পাল তুলে, আজ গিয়েছি পথ ভুলে।
বিনাশ হচ্ছে সমূলে, যাচ্ছি কোথায় সব মিলে?
কি দাম থাকে শুকালে, ভ্রমর বসে যে ফুলে?
খোকা গেলো ইস্কুলে, মিললো লাশ পাশের বিলে,
বিবেক বুদ্ধি সব ভুলে, শেষ সবি তিলে তিলে!
মানুষ গরুর গোয়ালে, বাপের চে বড় ছেলে,
শেষে বলি ঢোক গিলে, পিঠ ঠেকেছে দেয়ালে!
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮