রসে ভরা কাব্য সুধা পান করতে চাই,
কবি আছে কাব্য আছে রস তো তাতে নাই।
গদ্য টাকে পদ্য বলে চালিয়ে দেয়া যায়,
ছন্দে ছন্দে মিল না থাকলে কাব্য কেমনে হয়?
আকাশ হতেও অসীম কাব্য নেইতো সীমানা,
তাই বলে মন গড়া কথায় কাব্য তো হয় না।
কাব্য হল কবির প্রাণের ভাবনার নির্যাস,
সেই ভাবনায় উঠে আসে ব্যথীর দীর্ঘশ্বাস।
কবি কোন জাতি গোষ্ঠী কিংবা দলের নয়,
কাব্য দিয়েই কবি করেন সারা ভুবন জয়।
সব ব্যথীদের ব্যথা কবি করেন অনুভব,
সার্থকতা, অপূর্ণতা তুলে ধরেন সব।
জন্ম হতে মৃত্যু অবধি কবি কষ্ট পায়,
নিজে হাজার জ্বালা সয়েও দশের বোঝা বয়।
অনাহারে ক্লিষ্ট থেকেও কাব্যে ঢালে রস,
জগত জুড়ে সকল বীরকে কবি যোগায় সাহস।
সব সময়ই শান্তনা পাই থাকলে দ্বিধা দন্ধে,
খুশিতে মন নেচে ওঠে কাব্য রসের ছন্দে।
পদ্যাভাবে গদ্য দিয়ে বেসুরো গান গাই,
রসে ভরা কাব্য সুধা পান করিতে চাই।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১