প্রকৃতি জাগ্রত হঠাৎ হল বিব্রত,
আকস্মিকতায় মগ্ন বাধ্য বিস্মিত।
অনাগত আগামী ধর্মের গোঁড়ামি,
সহস্র অজুহাতে আদালতে আসামী।
বিবর্ণ প্রকৃতি অপূর্ণ প্রভৃতি,
শত অনুনয় তবু পাচ্ছেনা নিষ্কৃতি।
বৃষ্টির সন্ধ্যায় ব্যয় হয় সঞ্চয়,
বিঘ্ন ঘটাতে স্মৃতি থাকে অব্যয়।
রক্তিম গোধূলি সূর্য বেখেয়ালি,
রাত্রির আঁধারেরা যে আলোর কাঙালি।
মিটিমিটি জ্বলে তা সুদূর ঐ গগনে,
প্রভাতে ঠাই নেয় প্রকৃতির চরণে।
নিবিড় এই বন্ধন হৃদয়ের স্পন্দন,
দিবালোক হারিয়ে রাত্রির ক্রন্দন।
অশ্রুতে ভেসে যায় পর্বত বক্ষ,
ঝর্ণার ধারা তবু বয় অতি সূক্ষ্ম।
অপরুপ সজ্জায় সজ্জিত প্রকৃতি,
ক্রোধে জ্বললে মেলে না নিষ্কৃতি।
আভাষে ভর করে চলমান দাম্ভিক,
বিজলি চমকায় আকাশে আকস্মিক।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭