বিরহের উৎসব হয় সদা অনুভব,
থেমে থাকা জীবনে শান্তির কলরব।
মানবতার উৎস হলে বীভৎস,
নারকীয় কাণ্ড করে স্পর্শ।
অনুভবে অন্যায় বাধ্য করে যায়,
সহ্যের সীমানায় কষ্ট জমে রয়।
পূজারীরা চারপাশ করে যায় উপহাস,
নিয়মের গণ্ডিতে পরিনতির উল্লাস।
রক্তিম অন্তর ধূধূ প্রাণ প্রান্তর,
সুশীতল যুদ্ধে হৃদয়টা অঙ্গার।
অভিনয় সত্য মিথ্যা উপাত্ত,
অনাচারে ঢেকে থাকা জীবনের বৃত্ত।
ঘৃণিত সংগ্রাম আবেগে দেয় দাম,
অর্থ ও বাহুবলে মূর্খ উদ্দাম।
খুঁজে নানা অর্থ জুড়ে শত শর্ত,
মিথ্যার পদতলে সত্য ব্যর্থ।
দারুন এই বিরহ সওয়া হয় দুরুহ,
অমলিন সফলতা জুড়ে থাকে কলহ।
দীর্ঘশ্বাস ফেলে সময়টা যায় চলে,
পরাজিত সত্তা ন্যায়ের কথা বলে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩