
................................................................................
ফেসবুকে নাগরিকব্লগে ব্লগার নুর নবী দুলালের এ সম্পর্কিত আজকের স্ট্যাটাসঃ
"নাগরিকব্লগের পেইজবুক ফ্যানপেইজের মাধ্যমে জানতে পারলাম, গতকাল সকালে ব্লগটি হ্যাক হয়েছে। বাংলায় সত্য ও বস্তুনিষ্ট কথা বলার একটা জনপ্রিয় ব্লগ ছিল নাগরিক। শুনেছি দীর্ঘদিন থেকে এই ব্লগটির উপর অনেকেরই অশুভ দৃষ্টি পড়েছিল। এই কিছুদিন আগেও আমরা যাদের বাংলার দামাল ছেলে বলে উৎসাহিত করেছিলাম, হয়তঃ তাদেরই কারো অপকর্মের ফল এটি। কিন্তু এতে ক্ষতির শিকার হলাম আমরা যারা সৎ ও নিষ্টার কথা বলি তাদের। কণ্ঠরোধ হলো কিছু সত্যিকার দেশপ্রমিকের। এই হীন্য ও জগণ্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। ইউ কে বেইজড নাগরিকের মত জনপ্রিয় একটি ব্লগের সাইবার আক্রমণে দেশের সম্মান কি ভুলন্ঠিত হল না? এই কাজে কোন দেশপ্রমের লেশমাত্র নেই। নাগরিকের সকল পাঠককে অনুরোধ করব এই অপকর্মের হোতাদের বিরুদ্ধে নিন্দা জানাতে। অবিলম্বে এই কাজের দায়ভার যাদের ঘাড়ে বর্তায় তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে।
আমরা সব সময় নাগরিকের সাথে ছিলাম ও থাকব। নাগরিকের যে কোন ডাকে আমরা সাড়া দেব নির্ভিকচিত্তে। হ্যাকারগ্রুপগুলোর সন্ধান পেলে নাগরিককে অনুরোধ জানাবো ফেবুর পেইজে তা প্রকাশ করতে। আমরা তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি বিধানের জন্য নাগরিকের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিলাম। নাগরিকের সাথে আমরাও হাল না ছাড়ার প্রত্যয় ঘোষনা করলাম। বন্ধুরা আপনারা কি থাকবেন না এই অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধে.....
নাগরিকব্লগে সাইবার আক্রমনে বাংলাদেশের হ্যাকার গ্রুপের কেউ জড়িত আছে কিনা জানতে চাইলাম। কারণ যুক্তরাজ্যে তালিকাভুক্ত এই ব্লগটির উপর সাইবার আক্রমন দেশের ভাবমুর্তি নষ্ট হয়েছে বলে মনে করি। এজন্য ব্লগ কর্তৃপক্ষ যুক্তরাজ্য সরকারের মাধ্যমে আইনী ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে। কোন গ্রুপ যদি জড়িত থাকে সততার সাথে স্বীকার করে জটিলতা এড়াতে পারেন।
......................................................................................
ফেসবুকে নাগরিকব্লগে ব্লগার আশফাক আনুপ'র এ সম্পর্কিত আজকের স্ট্যাটাসঃ
জানতে পারলাম- নাগরিকব্লগে নাকি সাইবার এটাক হয়েছে। বেশ কিছু ক্ষতিসাধনও করা হয়েছে। জন্মের পর থেকেই অসংখ্যবার এ জাতীয় হুমকি-ধামকির কথা শুনেছি নাগরিককে ঘিরে, কিন্তু এবার সত্যিই ব্যপারটা ঘটেছে বলে নাগরিকের ফেইসবুক পেইজ থেকে জানতে পারলাম। আমাদের হ্যাকিং প্রতিভা যে অনুশীলনের ধারে ধারালো হয়েছে- সেটা বোঝা গ্যালো! ব্যাপারটাতে অসম্ভব ক্ষুব্ধ ও বিরক্ত হলেও- মজা পাচ্ছি একটা ব্যাপার ভেবে। শাখামৃগের হাতে একে-৪৭ থাকলে কী ঝামেলা হতে পারে সে ব্যাপারে বরাহ'দের অজ্ঞতা আমায় বিনোদন দিচ্ছে। যখন প্রথম থেকে বলা হচ্ছিলো হ্যাকার নাম্নী ফেইম সিকার অর্বাচীনদের কার্যক্রমের মোটিভ নিয়ে, তাদের অপরিপক্ক কার্যক্রম নিয়ে (বিনা বিবেচনায় অসংখ্য মানুষের কাছে হ্যাকিং সফটওয়্যার বিলি এবং ইত্যাদি...), তখন তাদের একদল ছিঁচকাঁদুনে সমর্থকগোষ্ঠী জন্ম নিতে দ্যাখা গিয়েছিলো- তারা পথে ঘাটে সবাইকে "ভারতীয় দালাল" খেতাব দিয়ে ব্যাড়াচ্ছিলো যার সাথে যুক্ত হয়েছিলো কিছু অর্ধ-শিক্ষিত অতি উৎসাহী বালক এবং কিছু ভুঁইফোড় পেইজ এডমিন। এই অতিবিপ্লব ব্যাপারটা যে চিরকাল-ই একটি ভ্রান্ত এবং উদ্দেশ্যমূলক ব্যাপার এটা বুঝতে পারাটা জরুরী। অবশ্য আমাদের অতিবিপ্লবী হিট সিকারগণ সেটা বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করিনা। অবশ্য বুঝতে পেরেও ত্যামন কোনো লাভ হবে বলে মনে করি না! আফটার অল "হাই-কমান্ড"(নাকি হাই-কমোড?!) বলে তো একটা কথা আছে...!!!
......................................................................................
ফেসবুকে নাগরিকব্লগে ব্লগার নিঝুম মজুমদারের এ সম্পর্কিত আজকের স্ট্যাটাসঃ
নাগরিক ব্লগ হ্যাক হয়েছে এটা নিশ্চই অনেকে জানেন। মুক্তিযুদ্ধ যখন শেষ হোলো, তখন কিছু তরুন একাত্তরে যে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলো সেগুলো দিয়েই রাস্তায় নিজের মা-বোনদের বুকে স্টেনগান ধরত। ছিনতাই করে ছিনিয়ে নিত সব কিছু। ডিফেন্স হিসেবে তারা বলত "যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, সে স্বপ্ন পূরণ হয় নি" তাই হতাশা থেকে এগুলো করতে হচ্ছে। কি হাস্যকর!! হতাশা কাটাতে নিজের বোনের আর মায়ের গহনা ছিনতাই করেতে হয়েছে সেই বিরাট হতাশাগ্রস্থ ওয়ালাদের। সাইবার ওয়ারের পরবর্তী অধ্যায়ের সাথে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সেই আবহের সাথে খানিকটা মিল রয়েছে। ইন্ডিয়ার পেঁয়াজ মরিচ আড়তদার আর গরুর ব্যাপারির ওয়েব সাইট হ্যাক করে আমাদের ক্লান্ত সাইবার যোদ্ধারা এখন নিজের ঘরে সিঁদ কাটতে ব্যাস্ত। চুরি করে আপাতত পালাতে পারলেও এদের গায়ের গন্ধ এরা নাগরিকে রেখে গ্যাছে। সাইট টা আবার ফিরুক। এসব ক্লান্ত যোদ্ধাদের হতাশা এক মাথা দিয়ে ভ'রে আরেক মাথা দিয়ে বের করার ব্যাবস্থা করা হবে। কোনো কোনো বিপ্লবীর নাম বাজারে শোনা যাচ্ছে, শনাক্ত হলে এই কুত্তারবাচ্চার বিপ্লবগিরি নাগরিক ছোটাবে।
BCA,3CA,BGHH অফিশিয়ালী জানানো হয়েছে যে এই কাজ তাদের গ্রুপ থেকে করা হয় নাই।
নাগরিকে অ্যাডমিন প্যানেল থেকে তাদের ফেবু পেইজে এই বক্তব্যটি দেয়া হয়েছে।
[/sb