আবার খালিক্কা, আবার মূতের খবর!
অফিস যাত্রা করছি। মোটর সাইকেল স্টার্ট দিয়ে ৪০/৫০ গজ যেতে নাযেতেই ফু-ফু-উ-উ-শ-শ...



কোনমতে বিরক্তি চেপে মটর সাইকেল ঠেলে বাড়ির ভিতর রেখে আবার দৌড়-মেইন রোডে যেয়ে অফিস স্টাফ বাস অথবা পাব্লিক বাস ধরার জন্য। আমাদের অফিসে ঢুকতে হয় কার্ডপাঞ্চ করে-নির্দিস্ট সময়ের ১৫ মনিট পর পর্যন্ত “লেট এন্ট্রি” এলাউ করলেও তারপর কার্ড এক্সেপ্ট করেনা। অর্থাৎ অনূপস্থিতি রেকর্ড হয়ে যায়!
যেখানে মটর সাইকেল পাংচার হয়েছিলা-সেখানে এসেই শুনি খালিক্কা চিল্লাইয়া চিল্লাইয়া কইতাসে-“এ হানিফ্যা, এ বাবুইল্লা-দেইক্কা যা মোর মুতে আগুন লাগজে”

খালিক্কা, হানিফ্যা, বাবুইল্লারা সবাই দেশের দক্ষিনাঞ্চলীয় একটি জেলার বাসিন্দা) হানিফ্যা, বাবুইল্লারদল সবাই দৌড়াইয়া খালিক্কার মুতে আগুন লাগা দেখতাসে। এবার শুরু হইল গণ মুত্র ত্যাগ! সবাই চিল্লাইয়া চিল্লাইয়া কইতাসঃ)"এউ দ্যাক দ্যাক মোগো মূতেওতো আগুন লাগজে

খালিক্কাগো মূতের আগুন দেখার কিম্বা নিভানোর সময় নাই-বাস ধরত হবে............
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৯