সময়ের থেমে থাকার নয়
তাল মিলাতে হবে আমায়
পিছিয়ে পড়ার নামে পরিবর্তন আর নয়
একা একা আর কত সয়!
এবার পরিবর্তেনের নামে আর কোন যুদ্ধ জিহাদ নয়
একা একা পথ চলাতে স্বপ্নরা দুঃস্বপ্ন না হলেও ভর করেছে ভয়
চেতনানাশক হয়েগেছে ব্যাথানাশক সমাধান
সকল অনুভূতি জুড়েই এখন ভয় করে টানটান।
বিশে বিষে বিশ্বময় বিষের বাসা
শত আশায় আষাড়ে হয়ে না উঠুক স্বপ্নের শেষ ভরসা
তাইতো এবার খুজে দেখি চলন্ত সময়ে সময়ের সাথে চলার মিল বন্ধন
পরিবর্তনের প্রান সে তো সর্বদা জানান দেয় তার স্পন্দন
ভয়,পরাজয়, আনন্দ ব্যাথা
প্রধান চিন্তা বেঁচে থাকা এরপর বাকি কথা
সময়ের স্থবিরতা মনে হয় যেন দুঃসময়কে ঘিরে
পরিবর্তনের নামে একা একা চলতে হয়েছে বহুকাল ধরে পিছন ফিরে
এবার নাহয় চলার গতি হোক সময়কে ঘিরে
চলমান ধ্যান ধারনা আর ইচ্ছের সাথে মানিয়ে নিয়ে-
নির্ভেজালে ভিড়ে।
____নির্ভেজালে ভিড়ে (নতু্ন বছরের রেজুলেশন)
____বাহাউদ্দিন আবির
০১/০১/২০২০
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৪