আমি হারিয়ে যেতে চাই চেনা পথ থেকে লোকচক্ষুর ভিড়ে
নিঃসঙ্গতা বারবার আমায় খুজে নেয় চেনা পথের সুরে।
আমি আমার আমিকে বিক্রি করে দিতে চাই। শর্ত একটাই
এই চলমান জনারন্যে যেন কভু মানুষঘেরা নিঃসঙ্গ না হই।
এই আমি হাসি,খুশি, চারদিকে ঘেরা মানুষে ভরপুর
তবু কেন,
আমার একা থেকে একা লাগে সবার মাঝে
যেন কথা বলতে গেলে ভাবতে হবে এই সমাজে এই কথা কি আসলেই সাজে!
কেন আমি আমার আমিকে প্রকাশ করতে গিয়ে সফলতার পথে ফিরে যাই সেই চেনা পথে- নিঃসঙ্গতার ঘরে
তবে এই সফলতার আসলে কি উপকার কেউ বলো আমারে!!!
তাই আমি বিক্রি হতে চাই
বিক্রি হতে চাই এই চলমান জনারন্যে যেন কভু মানুষঘেরা নিঃসঙ্গ না হই
২৯-১২-২০১৯
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৩