তোমাকে দেখার পর চুমু খাবার তেয়াস আর পায়না এখন
মনে পড়েনা নদীর ঢেউ খেলা বাঁক কিংবা মাধবীলতার সৌন্দর্যের বিবরণ
মনে পড়েনা চঞ্চলা হরীনির কথা
কিংবা কাজল কালো কোন সমুদ্রের গভীরতা।
ভালোবাসা শুষে নিয়েছে ব্যাকুলতা।
তোমায় দেখলে মনে হয়না কোলাহল ছেড়ে নির্জনতায় বসি
মনে হয় জনসমুদ্রের চিৎকারে চিৎকারে বিদ্রোহের মিছিল করি।
তোমায় দেখলে এখন আমি তেপান্তরের মাঠ পেরিয়েও ছুটতে চাই
ইচ্ছের বিরুদ্ধে স্বপ্ন নিয়ে আর ইচ্ছেকে আর বোকা না বানাই।
মনে পড়ে, এ কে!! চিনিনা তো তাকে। দূরে যেতে চাই।
ভুল করেই চেয়েছিলাম মনে হয় কখনো!
পাপের প্রায়শ্চিত্ত করা ভুলের নমুনায় চেয়েছি।
তাই তো তোমায় আমি কিংবা আমায় তুমি এমন করে পেয়েছি।
"পাপের প্রায়শ্চিত্ত করা ভুলের নমুনায় চেয়েছি"
২৩/১২/২০১৯)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪০