মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, বিপ্লবী আওয়ামীগ নেতা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর গত শুক্রবার লন্ডনে মারা গেছেন। তার মৃত্যুতে এক অপুরণীয় ক্ষতি সাধিত হলো বাংলাদেশের রাজনীতিতে। সরকারি দলের পাশাপাশি বিরোধীদলও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, জীবনের কোন নির্বাচনে হারেননি জবাব রাজ্জাক...অবসান ঘটল ৫০ বছরের উজ্জ্বল এক রাজনৈতিক জীবনের।

খুব ভালো লাগল, জনাব ফখরুলের এরকম সরল স্বীকারোক্তিতে। কিন্তু, এটা যদি জীবদ্দশায় প্রকাশ পেত, তাহলে পরস্পরের প্রতি এই যে চরম বৈরিতা, তা অনেকাংশে কমে যেত।আমরা বিশ্বাষ করি, বাংলাদেশের সব রাজনীতিবিদ শুধু আখের গোছানোর জন্য রাজনীতি করেননা, অনেকে মানুষের জন্যও নিবেদিত। যাদের অবদানের জন্য আজকের এই বাংলাদেশ। আমরা চাই, সেই সব ত্যাগি নেতাদের মুল্যায়ণ করা হোক, স্বীকৃতি দেয়া হোক। আর সেটা, জীবদ্দশায়, মরার পরে কবরে ফুল দিয়ে নয়।