এই বইটি প্রকাশিত হয় ২০১১ সালের বইমেলায়, ঐতিহ্য প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন: ধ্রুব এষ, মূল্য: ১১০ টাকা
বইটিতে একটি দীর্ঘ ভূমিকাসহ মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে। যার মধ্যে ড্যাডি, এ্যাপ্লিক্যান্ট, এরিয়েল, মর্নি সং বিখ্যাত্। প্লাথের এই বইটি পেপারব্যাকে, ফেবার এন্ড ফেবার, লন্ডন- পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, সিলভিয়া প্লাথের মৃত্যুর পর, তার স্বামী টেড হিউজের সম্পাদনায়। এটি সিলভিয়া প্লাথের সংগৃহীত কাব্যসমগ্র। ১৯৮২ সালে বইটি পুলিৎজার পুরষ্কার পায়। সিলভিয়া প্লাথের কবিতার প্রতি অনুরাগ থেকেই তার কবিতাগুলি অনুবাদ করেছি।
সিলভিয়া প্লাথ ছিলেন পুরোদস্তর কবি। সারা জীবন তিনি কবিতাকেই খুঁজে বেড়িয়েছেন। প্রচন্ড মেধাবী এবং হাতে একটা পিএইচডি ডিগ্রী নিয়েও চাকরী ছেড়ে শুধু কবিতাতেই নিমগ্ন থাকতে চেয়েছেন। ছোটবেলা থেকেই ডিপ্রেশনে ভোগা এ কবি সংসার জীবনের টালমাটাল করা সময়ে, যখন টেড হিউজ তাকে ছেড়ে গেছে তখন দুই সন্তান রেখে, প্রচন্ড এক শীতের রাতে, জ্বলন্ত ওভেনে মুখ ঢুকিয়ে আত্মহত্যা করেন। ১৯৬৩ সালের ১০ ফেব্রুয়ারী রাত সাড়ে চারটায় সিলভিয়া প্লাথ রান্নাঘরের দরজা সিল করে জ্বলন্ত ওভেনে মুখ ঢুকিয়ে দেন। ঘরে তখন কেবল তার ছোট্ট দুই শিশু ঘুমানো, বড় মিয়ে ফ্রিডা আড়াই বছরের, ছোট ছেলে নিক কোলের। সিলভিয়া প্লাথের মৃত্যুর পর তার দুই ছেলে মেয়ের লালন-পালন টেড হিউজই করেন। টেড হিউজের দ্বিতয়ি স্ত্রী ওয়েভিলও আত্মহত্যা করেন। সিলভিয়া প্লাথের মেয়ে ফ্রিডা আর্টিষ্ট এবং কবিতা লিখেন। ছেলে নিক মৎস্যবিদ ৪২ বছর বয়সে আলাস্কায় একটি রিসার্চ সিন্টারে কাজ করার সময় আত্মহত্যা করেন। সিলভিয়া প্লাথ ছিলেন কনফেশনাল পোয়েট। জীবনের প্রতিটি ক্ষনকে কবিতার উৎস হিসেবে বেছে নিয়েছেলন। তার কবিতায় ওডেন, উইলিয়াম ব্লেক, ইয়েটসের প্রভাব লক্ষ করা যায়।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ৯:১৩