ছেড়ে যাওয়া
হোর্হে লুইস বোর্হেস
অনুবাদ: আয়শা ঝর্না
তিনশত রাত তিনশত দেয়ালের মতো
অবশ্যই জেগে উঠবে আমার ভালবাসা আর আমার মাঝে
এবং সমুদ্র হয়ে উঠবে ব্ল্যাক আর্ট আমাদের ভেতর।
সময় তার শক্ত হাতে ছিড়ে নেবে
জট পাকানো রাস্তা আমার বুকের ওপর দিয়ে।
কিছুই থাকে না স্মৃতিরা
(ওহ অপরাহ্ণ আসে দু:সহ ভার নিয়ে
রাত লাফিয়ে নামে তোমার দৃশ্য নিয়ে,
অনেক হাহাকরের মর্মর ব্ধনি, রিক্ত আকাশ
লজ্জা পায় ডোবার তলানীতে
যেন স্বর্গচু্ত ফেরেশতা..
আর তোমার জীবন আমার আকাঙ্খাকে কৃপা করে
যা দৌড়ে নীচে নামে এবং প্রফুল্ল হৃদয়ের প্রতিবেশী
উজ্জ্বল আজকে আমার ভালবাসার রক্তিমাভায়..)
শেষটা যেন মূর্তি
তোমার অনুপুস্থিতি অন্য মাঠকে বিমর্ষ করবে।