আমরা আজ একটি ঐতিহাসিক জয় পরাজয়ের সন্ধিক্ষনে দাঁড়িয়ে আছি।
এই মূহুর্তে আমার জিজ্ঞাসা কোন পথে আমরা যাব সংস্কার না গৃহ যুদ্ধ।
সরকার খুব পরিস্কার ভাবে আমাদের একটি গৃহ যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। পুলিশ সহ অন্যান্ন সব বাহিনীকে নিস্ক্রিয় করে আজ দেখলাম সরকার তার সব অংগ সংঘঠকে রাজপথে নামিয়ে দিয়েছে। যাদের দেখলাম তারা সবাই বলতে গেলে ৮০% টোকাই - বস্তিবাসি। প্রায় সবার হাতে ধারাল অস্ত্র, হকস্টিক, বেসবল ব্যাট সহ ফারারিং আর্মস ও দেখা গেল। সরকার তার শক্তির পুর্ন প্রয়োগ করছে সম্পূর্ন অবৈধভাবে। আইন সৃংখলা বাহীনি থাকবে নিরব দর্শকের ভুমিকায় বা তারা ধারে কাছেও থাকবে না।
এই পরিস্থিতি যদি চলেতে থাকে গৃহযুদ্ধ অবশ্যভাবি। এখন নমনীয়তা প্রয়োজন সরকারের পক্ষ থেকে। সুশীল সমাজকেই এখন অগ্রনী ভূমিকা পালন করতে হবে এই অবস্তা থেকে পরিত্রান পাবার জন্যে। আমরা আমজনতা নিজেরা নিজেদের প্রান হরন করব আর তার সব বিদেশের মাটিতে ফুর্তি করবে। তার পর আবার আমদের শাসকের ভুমিকায় আসবে। আবার তাদের সেই পুরান খেলা খেলবে "Divide and Rule"
খবর
এরই মদ্ধে পাচ জনের মৃত্যু সংবাদ সুনা যাচ্ছে। আর কত রক্ত বন্যা পার হলে এই বংগ হবে পরিশুদ্ধ।