মহান মা দিবসে সকল মা কে জানাই অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা।
আমার যতদূর মনে পড়ে আমি তখন ক্লাস টু কিং বা থ্রী পড়ি ।তখন আমার শরীর অনেক অসুস্থ হয় আর
আমার বাবা কাজের কারনে বাড়ি থেকে অনেক দূরে থাকায় তিনি আসতে পারেন নি । আর তখন মোবাইলও
এত বেশি একটা ছিলো না ।তাই বাবাকেও খবর দেয়া সম্ভব হয়নি ।
আর সব থেকে বড় কথা হলো সেই মুহুর্তে বাবা দূরে থাকায় আমাদের এক মাসের বাজার এক সাথে
করতে হতো । তাই সে মাসে বাজার করার পড়ে মায়ের কাছে কোন টাকা ছিলো না । আর আমিও সে
মুহুর্তে অসুস্থ হয়ে পড়ি অবশেষে মা কোন কুলকিনারা না দেখে আমার বাবা মায়ের বিয়ের সময় বাবা
মাকে নাকের যে অলংকারটি দিয়েছিলেন,সেটি বিক্রি করে আমার চিকিৎসা করান ।
আমার মনে হয় বা আমি যতদূর জানি একজন বাঙ্গালী নারীর কাছে তার বিয়ের সময় তাকে নাকে পড়ানোর
জন্য যে নাক ফুলটি দেন সেটা মৃত্যু আগ পযন্ত সে বিবাহিত নারীর কাছে মহা মূল্যবান । জীবন দিবেন তবু ওটার
কোন ক্ষতি হতে দিবেন না । কিন্তু আমার মা আমার শরীর অসুস্থ হওয়ায় সে জীবনের চেয়েও মূল্যবান অলঙ্কারটি
বিক্রি করে দিয়ে আমার চিকিৎসা করিয়েছেন । একজন মাই পারেন শুধু মাত্র সন্তানের জন্য তার জীবনের সকল
সুখকে দূরে ছড়িয়ে দিতে ।
তাই এই মহান মা দিবসে আমার মা সহ পৃথিবীর সকল মাকে সকল সন্তানদের পক্ষ থেকে মায়েদের পায়ে হাত
রেখে সালাম ।
মা তুমি যতই দূরে থাকোনা তবু আছো পাশে
তোমার দোআ আমার সাথে আছে
চাইনা মা দোআ ছাড়া
আর কিছু তোমার কাছে ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:৪৬