দুঃখ ভুলে আবার নতুন করে বুক বেঁধেছি আশায়।
কান্না মুছে আবার নতুন করে সুর দিয়েছি ভাষায়।
মরা নদীর চড়া ছেড়ে ময়ূরপঙ্খী ভাসবে অথৈ জলে,
পত্রঝরা বৃক্ষগুলো নতুন করে ভরবে ফুলে ফলে।
সারাজীবন যুদ্ধ করে বারেবারে হেরে গেছি, তবু
আশার দীপ যায়নি নিভে, আজও জ্বলছে নিবুনিবু
আবার তাকে জ্বালবো; নতুন সলতে-কেরোসিনে
আমি সে আলোতে পথ চলবো, দুঃখে ও দুর্দিনে।