পথের মোড়ের পান দোকানের মিষ্টি পানখিলি
দেবার ছুতোয় যখন আমার হাতটা ছুয়েঁ দিলি,
অজানা এক ভালোলাগার লাগলো শিহরণ
শিহরিত উঠলো হয়ে সারা দেহমন
তোর দুচোখে পড়তেই চোখ আমার দুটো গাল
হয়ে গেলো পান-রাঙানো ঠোটেঁর চেয়েও লাল
ওই চাহনি লুকাতে গিয়ে দিলেম যখন দৌড়
বুকের ওড়না লুটিয়ে পড়লো ধুলোর ওপর।
আমি তখন লজ্জাবতী পাতার মতন করে
কুচকে গেলাম, যেনো সন্ধ্যা আসছে মাটির পরে।
ত্বরিৎ করে ওড়নাখানি তুলতে গেরাম যেই
চেয়ে দেখি, গায়ের জামার বুকের বোতাম নেই।
এলোমেলো তেমনি আমি দৌড়ে পালালেম
ভাবছি বসে, জীবনে কি আসলো প্রথম প্রেম?