কি অপূর্ব সুন্দর!
এক ঝাঁক কবুতর
দিগন্ত বিস্তৃত ধানখেতের মাঝ-বরাবর
টানা বিদ্যুতের লাইন, তারই উপর
সারবেঁধে বসেছিল অজস্র
ছাই-রঙা কবুতর।
দীর্ঘ কয়েকটা লাইনে অসংখ্য
কবুতরের মাঝ থেকে দু’একটা
নেচে নেচে গাইছিল, ‘বাক-বাক-কুম’---
থেকে থেকে দু’একটা উড়ে যাচ্ছিল দূরে
আবার আসছিল ফিরে।
বিকেলের সোনালী রোদের ঝিলিক তাদের পালকে
করছিল ঝিলিমিলি পলকে পলকে।
সহসা কী সংকেতে সবগুলো উড়ে
দুরন্ত পাখাগুলো চঞ্চল করে
চলে গেল দিগন্ত কিনারে।
আমি শুধু কার্নিশে একাকী
দাঁড়িয়ে রইলাম।
অজান্তে ভাবলাম
অজানা কোন এক সংকেতে
আমাকেও যেতে হবে
সুন্দর পৃথিবীটা ছেড়ে।