সবুজ-ছোঁয়া প্রান্তর
মেঠো পথ চলে গেছে তার বুক চিড়ে।
সন্ধ্যার অন্ধকার-আবছায়া ঘিরে ধরেছে সে পথ।
একটু পরেই নেমে আসবে মিশকালো রাত্রি।
এ পথে একাকী যাত্রী
আমি, নিঃসঙ্গ-পথিক।
সভ্য সমাজের নাগরিক
সহস্র জনের ভীড়ে তবুও কী ভীষণ একা!
পথ চলি,
এলোমেলো এদিক সেদিক তাকাই,
অজানা গন্তব্যে কিছু বাদুড় উড়ে যায়
যারা মাতৃদুদ্ধ পান করে বেড়ে ওঠে, ডানায়
ভর করে ওড়ে,
অপাচ্যদ্র্রব্য ত্যাগ করে যে পথে খাবার খায়।
আমিও যেোন এক একটা বাদুড়
উড়ে চলি বহুদূর।
ঠিকানা জানিনা।
দুচোখে কিছুই দেখিনা।
শব্দ ঠাওরে এগিয়ে যাই।
অনুমানে আভাস পেতে চাই-
সন্ধ্যা পেরিয়ে
কতটা ঘনালো রাত্রি!