কম্পিত জলে আপনার ছায়া
আপনারে নারি চিনিতে
মনে হয় ভুলে কাঁচ নিনু তুলে
হীরের টুকরো কিনিতে।।
কম্পিত জলে আপনার ছায়া
দেখি চেনা চেনা লাগে
সহস্র বর্ষের পুরান প্রসূন
ফুটছে নূতন বাগে।।
কম্পিত জলে আপনার ছায়া
আপন-আধেক ছবি
গোচর করিতে, ত্বরিতে হারাই
বিজুরি-রেখা সবই।।
কম্পিত জলে আপনার ছায়া
বিষাদ নাহিকো জানে
দুঃখে ও সুখে হাসিছে পুলকে
কলরোল-কলগোনে।।
কম্পিত জলে আপনার ছায়া
যনো আপনা-নহে
এই চিনি তারে, এই চিনি নারে
ক্ষণিকের আবহে।।
কম্পিত জলে আপনার ছায়া
যেনো ঝরে-পড়া পাতা
জল-হিন্দোলে দুলিছে সদাই
জলেই যেনো সে গাঁথা।।
কম্পিত জলে আপনার ছায়া
কত যেনো অসহায়
কম্পিছে সে সহস্র রূপে
স্থির নাহি কোথা পায়।।
কম্পিত জলে আপনার ছায়া
অফুরান-প্রতিফল
এই দেখি তার ভাঙা ভাঙা ছবি
এই যেনো অবিকল।।
কম্পিত জলে আপনার ছায়া
নিজেরই করুণা মাগে
সদা দুলায়িত রহিতে না চায়
বলে সরিতে নিজের আবেগে।।
কম্পিত জলে আপনার ছায়া
সহস্র রূপ তার
নবীন শোভায়, নবীন আভায়
জাগিছে অনিবার।।
কম্পিত জলে আপনার ছায়া
নিদারুণ-সকরুণ
স্থিরতা মাগিছে আপনারই কাছে
চেয়ে আছে অকরুণ।।
কম্পিত জলে আপনার ছায়া
যেনো সে তারকারাশি
অবিরল ধারে ভাতে প্রতিবারে
অগণিত রূপে হাসি’।।
কম্পিত জলে আপনার ছায়া
সম্পূর্ণ চঞ্চল
মুহূর্তক্ষণ পরে পরে সে যে
পাল্টিছে অবিরল।।
কম্পিত জলে আপনার ছায়া
নাহি তার স্থির চিত্ত
আপরারে ভাঙি, আপনারে গড়ি
জন্মিছে নিজে নিত্য।।
কম্পিত জলে আপনার ছায়া
নিজেরে ভেংচি কাটে
নিজেরেই করে বিদ্রূপ নিজে
আপন চিত্রপটে।।
কম্পিত জলে আপনার ছায়া
বড়ই কঠিন সে যে
আপনারে করে শাসন আপনি
কঠোর নৃপতি সেজে।।
কম্পিত জলে আপনার ছায়া
পরিহাস কত জানে
নিজেরেই নিজে করে প্রতারণা
আপন-স্বল্প-জ্ঞানে।।
কম্পিত জলে আপনার ছায়া
আপন খেয়ালে চলে
কায়া বসে স্থির, তবু সে অস্থির
রহে জলের তলে।।
কম্পিত জলে আপনার ছায়া
রচিছে ধূম্রজাল
কম্পিছে সাথে কবির চিত্ত
ক্রন্দিছে মাহকাল।।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৫