অতিথি পাখিদের মতন আমরাও কেউ কেউ
বসন্তদিনের জন্য অপেক্ষা করে থাকি…
এইসব পৌষ-মাঘ, এইসব পরবাসী জীবন
যাপন শেষে কোনো কোনো পাখিদের বাড়ি
ফিরবার সময় হয়ে আসে, এইসব বিনাবাক্য-
হৃদয়ের হৃদপিন্ড থেকে তারা ঠোঁট তোলে
সরে পরে, বাড়ি ফিরে যায়, কারো কারো তবুও
মানুষের মতন আর কোথাও ফিরে যাওয়া
হয়ে উঠে না, মানুষেরা বড় পরবাসী প্রাণী!
পরবাসী মানুষের পৃথিবীতে আরো আরো বেশি
পরবাসী কিছু মানুষ, মানুষের মতন হৃদয়ের
কাছে যায়, যেতে চায়, ভালোবাসাবাসি করবার
ভান করে, ভালোবাসাবাসিই করে হয়তোবা…
তবুও এইসব পৌষ-মাঘকালীন বেদনা আর
বেদনা সংক্রান্তির শেষে কোনো কোনো দিন
হৃদয়ের মতন একটা উত্তপ্ত আশ্রয়ের হৃদয়
থেকে ঠোঁট তোলে কেউ কেউ সরে পরে, সরে
পড়াই যেহেতু নিয়ম, তবুও; কেউ কেউ তো
থেকেও থাকে, তবুও; মানুষের তো আসলে
কোথাও থেকে যাওয়ার ফুরসত হয়ে উঠে না।
এইসব বসন্তদিনের শেষে আমরা কেউ কেউ
চলে যাই, তবুও হৃদয়ের মতন একটা হৃদয়
ভালোবেসে কারো কারো আর ফিরা হয় না!
অতিথি পাখিদের মতন আমরাও কেউ কেউ
তবুও বসন্তদিনের জন্য অপেক্ষা করে থাকি।
২৪ মার্চ, ’২০। মাঘের দুপুর।
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫০