একটা সবুজ ডাঁটাশাকের দিকে আমি ফ্যালফ্যাল
কইরা চায়া থাকি৷ মানুষের জীবন একটা সবুজ
ডাঁটাশাক ছাড়া বিশেষ কিছুই না। যার ইচ্ছা খট কইরা
ছিড়া নিয়া বাসায় চইলা যায়, রান্না করে খায়, কিংবা
আসলে খায়ও না। কোনো কারণ ছাড়া ফেইলা দেয়!
কেউ কেউ ডগাটা ভাইঙা দিয়াই সইরা পরে, হুদাই;
মানুষেরা হুদাই অনেক কর্মকান্ড করে, এমনিতেই
ভালোবাসে, ভুলে যায়, এমনকি ঘৃণাও করে, হুদাই…
পৃথিবীতে হুদা-হুদাই মানুষেরা বিস্তর কর্মকান্ড
করে, হুদা-হুদাই তারা ভালোবাসে, ঘৃণা করে, অপেক্ষা
উপেক্ষা এমন অনেক কিছুই করে, যার আসলে
কোন কারণ নাই। মানুষের কোনো কিছু করতে
কোনো কারণ লাগে না। মানুষ হুদা-হুদাই ডাঁটাশাক--
সে কাউরে ছিড়া ফেলে, কিংবা কেউ তারে ছিড়া দেয়।
এই রকম একটা হুদামুদা মানুষের জীবন লইয়া আমি
ডাঁটাশাকের আগার দিকে করুণা কইরা তাকায়া থাকি
ডাঁটাশাক নির্লিপ্ত চোখ নিয়া আমার দিকে, হুদাই…
১৪ ডিসেম্বর, '২০। পৌষের রাত।
বরইতলি, চকরিয়া।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯