হে শ্রদ্ধেয় ব্লগবাসী যদি অজান্তে কারো মন কষ্টের কারণ হয়ে থাকি তো ক্ষমা করবেন নিজগুণে।
আমার এক বছর চার মাস ব্লগ সময়ে যদি কারো সাথে কোনপ্রকার খারাপ আচরণ করতাম তো নিজেকে বুঝ দেয়া যেতো যে আমি দোষী বলেই আমাকে অনিরাপদ মনে করা হচ্ছে। আমার জানামতে কারো সাথে কোনদিন আক্রমনাত্বক কথাও বলিনি। তবুও আমি অনিরাপদ!!
এই শাস্তি আমাকে কেন দেয়া হল তা কেমনে বুঝবো!! আমার সর্বশেষ পোষ্ট ছিল একটি গরিব মা'কে তার ছোটছোট দুই শিশু সন্তানদের সামনে স্বামীর পরিবার নির্যাতন করে হত্যা করা নিয়ে। সেই পোষ্ট করার দুদিন পরই আমাকে জেনারেল করা হয়। কারণ বলা হয় আমি একই ধরণের পোষ্ট করে ব্লগের নিয়ম ভঙ্গ করেছি। আমার অজান্তে দোষ ছিল মনে করে মনেই নেই কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু আজ একটা পোষ্টে লাইক দিতে গিয়ে দেখি, আমি অনিরাপদ ব্লগার আমার লাইক গ্রহণ করা হবে না।
মনটা স্বাভাবিকভাবেই খারাপ হয়ে গেল!
ভালো থাকুক সামহোয়্যারইনব্লগ
শুভ হোক ব্লগবাসীর প্রতিক্ষণ।
ক্ষমা চাই যদি কাউকে দিয়ে থাকি কষ্ট।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১০