somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি অতি সাধারণ মানুষ। পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। একটা অন্তর ছিল তা'ও পুড়া!

আমার পরিসংখ্যান

অতৃপ্তচোখ
quote icon
স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নিরাপদ ব্লগারের সংজ্ঞাটা জানতে পারলে মিলিয়ে দেখতাম আমি কোনশ্রেণীর অনিরাপদ!!

লিখেছেন অতৃপ্তচোখ, ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৬

হে শ্রদ্ধেয় ব্লগবাসী যদি অজান্তে কারো মন কষ্টের কারণ হয়ে থাকি তো ক্ষমা করবেন নিজগুণে।

আমার এক বছর চার মাস ব্লগ সময়ে যদি কারো সাথে কোনপ্রকার খারাপ আচরণ করতাম তো নিজেকে বুঝ দেয়া যেতো যে আমি দোষী বলেই আমাকে অনিরাপদ মনে করা হচ্ছে। আমার জানামতে কারো সাথে কোনদিন আক্রমনাত্বক কথাও... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

আসেন পার্থক্য দেখি-কার কাছে জনগণ কেমন!! (ছবি ব্লগ)

লিখেছেন অতৃপ্তচোখ, ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২

এই রমজানে প্রধানমন্ত্রী এতিম শিশুদের খাইয়ে দিচ্ছেন।

ইনি একজন প্রধানমন্ত্রী ছিলেন। জনগণ তাকে স্পর্শ করলে বুঝি দূষিত হবে তার শরীফ, তাই খুব সতর্ক!!!

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পর্শ করে আশীর্বাদ করছেন!! জনগণকে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, সেই জনগোষ্ঠীর স্পর্শে তিনি কখনওই বিরক্ত হন না।

... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৩৬৯৪ বার পঠিত     like!

মানুষ কি সত্যিই অমানুষ!!

লিখেছেন অতৃপ্তচোখ, ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৩

একজন শিক্ষক, প্রধান শিক্ষক! হা হা হা.....!!! জাতি শিখছে এদের থেকেই!!!

ছবিটি ফেসবুকে পাইলাম! ছবির মানুষটি সম্পর্কে জানতে আগ্রহী গেলাম কেন যেন! এমন স্বভাবী মানুষ সম্পর্কে জানার আগ্রহ জাগাটা অস্বাভাবিক না হয় তো! আমাদের তো জানা পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হয়! আর মন চাইলে দুটি ধিক্কার লিখে ঘৃণা জানানোই আমাদের প্রধান... বাকিটুকু পড়ুন

৫০ টি মন্তব্য      ১০৮৫ বার পঠিত     like!

বজ্রবৃষ্টি রাতে

লিখেছেন অতৃপ্তচোখ, ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫২



আকাশের বুকফাটা
বজ্রের হুংকারে চিরধরা
রাত্রির বুক ভাসিয়ে
ঝরছে অশ্রুজল।

তোমার কথাই মনে
পড়ছে সুনয়না
পাশে থাকলে মিলতই
বুকে বুক তব!

বারবার কেঁপে উঠতে
দেখে বিজলীর চমক,
ভয়ে হলেও তৃপ্তি সুখে
ভরে উঠতো মন।

তোমার অচেতন দেহ
বুঝবে কি করে!
কতটা সুপ্রিয় তুমি
কতটা বুকের বল।


(গতরাতে) বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

বুঝলি না'রে তুই

লিখেছেন অতৃপ্তচোখ, ১৪ ই মে, ২০১৭ রাত ১:৪৩



আমি ভালোবাসা পাওয়ার জন্যই,
বারবার তোর কাছে ছোটে আসি।
অভাগার ভালোবাসার খুব অভাব,
বেঁচে থাকার সকল প্রেরণা যে তুই।
পূর্ণতা পেতে এসে নিঃস্বতায় ভরি,
মনে বাড়ে বিদ্রোহানল নেই জবাব।
জ্বলে পুড়ে অঙ্গার দেখার কেউ নাই,
হৃদয়ে জমানো কান্নায় বুক ভাসাই।

বড্ড ক্লান্ত আমি তবু তোকেই চাই,
রেখেছি হৃদয় মাঝে আমি যত পুড়ি।
এখনো আছে'ই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩৮৫ বার পঠিত     like!

শেষপ্রান্তে

লিখেছেন অতৃপ্তচোখ, ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০



ওই দূ-র নিলিমা...
চেয়ে দেখো- দেখো-ই'না একবার...
দেখো গোধূলি লগ্নে তার অপরূপ সাজ,
চেয়ে দেখো আজ, সেজেছে স্বর্ণালী সাজে।
দেখো লাল টকটকে ওই রক্তিম সূর্য,
তারুণ্যে ভেসে চলা যুবকের, সেই
প্রেমিকার ঠোটের মতই মুগ্ধতায়,
আকর্ষিত হবে তুমি...! দেখো সূর্য,
এত তেজস্বতা আর আগুন যৌবন হারিয়ে
কত কোমল এখন শেষ প্রান্তে....!
এই সৌন্দর্যরূপ থাকবেনা বেশিক্ষণ,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২০ বার পঠিত     like!

মাদ্রাসা ছাত্রকে বলৎকার করে হেফাজত ইসলামের সভাপতি গ্রেফতার

লিখেছেন অতৃপ্তচোখ, ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮


কিছুকিছু সংবাদ মাঝেমধ্যে চোখে পড়ে, যা রীতিমতো কষ্টের চূড়ায় পৌঁছে দেয়। আবার লজ্জায় মাথা নিচু করে থাকা ছাড়া কিছুই বলার থাকে না। সবচেয়ে জঘন্যতম ঘৃণিত কাজ আমার কাছে মনে হয় বলৎকারকেই। এই বলৎকারের শিকার যদি কোন ছোট বাচ্চা হয় তো তাহলে ক্ষোভ আর দুঃখে মাথাটাই নষ্ট হয়ে যায়।... বাকিটুকু পড়ুন

৪৯ টি মন্তব্য      ২৭৩৩ বার পঠিত     like!

পাগল

লিখেছেন অতৃপ্তচোখ, ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২



পাগল কি আর হবো আমি,
সব পাগলের এই ভিড়ে!
খুব সহজেই যাই যে বলে
মনের যতো কথা আছে;
তাইতো বুঝি সব পাগলে,
আমার কথায় পাগল ভাবে।

ভালো সে তো আমার চোখে,
আজও কোথাও পড়লো নারে;
সবাই সবার ভাবনায় পাগল,
পরের বেলায় বাঁধে গড়ল;
জাতে পাগল তালে ঠিক,
পাগলের আবার কি ঠিক বেঠিক।

আমার কাছে সবই সমান,
বুঝনারে প্রেম... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ২৫২৪ বার পঠিত     like!

হৃদয়ে দেয় দোলা

লিখেছেন অতৃপ্তচোখ, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১

আঁকা বাঁকা পথটি ধরে
রোজ বিকেলে যেতাম হেটে,
তোমার বাড়ির সামনে এসেই
মিলতো তোমার দেখা।
মনের কথা যেতাম বলে
তোমার চোখে চোখটি রেখে,
লোকের ভয়ে মুখে কিছুই
হইতো না আর বলা।।

এতেই খুশি মনে মনে
ভাবছি কতই রাত্রি এলে,
তবুও তো আজ বিকেলে
হইলো তোমায় দেখা।
হইতো কথা চাঁদের সনে
যেমন হইতো তোমার চোখে,
চাঁদ আর তুমি একই যেনো
আমার ভালোবাসা।।

বিরহের সেই... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ৩৮৩ বার পঠিত     like!

ক্ষমা করো মোরে

লিখেছেন অতৃপ্তচোখ, ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১


কোথায় না খুঁজেছি...
আকাশের চন্দ্র তারায়- মেঘের আড়ালে।
দিনের আলোতে, পূর্ণিমায়- রাতের আঁধারে।।

কেমনে বুঝাব ভালোবাসি,
আমার সকল বিশ্বাস, সত্ত্বায়- আমার অস্তিত্বে।
তুমি ধ্যান, ভক্তি, উদারতায়- সর্বত্র মর্মে মর্মে।।

আকাশ পাতাল ঘুরেছি,
স্বর্গ, নরক, দুঃসহ যন্ত্রণায়- পুড়েছি মনুষ্যত্বে
ঘুমের মাঝে বা জাগনায়- জীবনের বাঁকে বাঁকে।

কোথাও নেই যে তুমি,
আছো, হাসি কান্না ভাবনায়- আমার স্বপন জুড়ে।
রয়েছো মনে মিশে, হায়-... বাকিটুকু পড়ুন

৬০ টি মন্তব্য      ৬৮৫ বার পঠিত     ১৩ like!

ফাটি যাওত ছাতিয়া

লিখেছেন অতৃপ্তচোখ, ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮



গভীর পৌষ রাত, শীতল
লাগিছে বিছানা,
কান্ত পাহুন, ভাঙিল স্বপন,
এনীড়ে একেলা।
তব স্মরিয়া, বিরহ দারুণ
সঘনে খর শর হন্তিয়া।।

খুলি বাতায়ন, চাহি দূর গগন
হিয়া নাচত মাতিয়া,
দেখছি নীলাদ্রী... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৯৪৪ বার পঠিত     like!

নীরবতা

লিখেছেন অতৃপ্তচোখ, ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮


'নীরবতা' এখন আমার- ভাল লাগে
কেউ জানেনা কেবল এই- মন জানে।
নীরব তবু ব্যস্ত সময়- যায় বয়ে
পাই না জবাব তবুও প্রশ্ন- যাই করে।।

একা একা যখন থাকি- চোখ বুজে
বলি কথা তোর সাথে দুই-হাত ধরে।
কখনো বা কাঁধ মিলাই তোর- ওই কাঁধে
যেমন করে রাখতাম মাথা- সেই বনে।।

আকাশের ঐ তারা গুনতাম- তোর সনে
তোর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৯৮ বার পঠিত     like!

কষ্টবিলাসী

লিখেছেন অতৃপ্তচোখ, ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪


আমার সুখগুলো সব
কষ্টের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে।
তাই তো কষ্টকে ভালোবাসি, ভুলি না
রেখেছি জীবনের সাথে জড়িয়ে।
তাই বুঝি লোকে
আমাকে দেখে সহজেই বলে দেয়
কষ্টবিলাসী।
আসলে কি তাই ....!
পাহাড় সমান ভালোবাসা সাজিয়ে
ভেসেছি চন্দ্র-সৌরভে,
প্রেমের জ্যোৎস্না গায়ে মেখে ঘুরে বেড়িয়েছি
এপাড়া-ওপাড়া-শহরে
স্কুল-কলেজে ছন্দের তালে তালে
জীবনের বাঁকে বাঁকে উল্লাসে-
কত রাত করেছি ভোর
ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে...।

কখনো প্রিয়া বিরহের যন্ত্রণার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

খুঁজি

লিখেছেন অতৃপ্তচোখ, ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১


আমি অসাধ্যকে খুঁজি
সত্যকে পূঁজি বারংবার,
চাই দুখির মুখে হাসি
মানুষের ন্যায্য অধিকার।
অন্যায়কে গলা-টিপে মারি
শোষিতের পক্ষে শানিত তরোয়াল,
শৃঙ্খলতার শিকল টুটি
আমৃত্যু সংগ্রামী স্বাধীনতার।
অপ্রতিরোধ্য আমি
সব অনিয়ম করি চুরমার,
মানুষকে মানুষ ভাবি
জাতিভেদ নাই, আমি সবার।

আমি নই বিদ্রোহী
দ্রোহী হয়ে ওঠি দেখে অবিচার,
অন্তরে দেশভক্তি
মানুষে ভালোবাসা-স্রষ্টার।
আমি গান ভালোবাসি
ছন্দের তালে দেই তাল,
ছন্দে ছন্দে কবিতা পড়ি
গল্পে মনোযোগ,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

স্বপ্ন হয়ে ছোটে যাই

লিখেছেন অতৃপ্তচোখ, ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৫


যখন দেখি চারিদিকে
ঘুটঘুটে অন্ধকার,
নীরব পৃথিবী, ঘুমন্ত মানুষ
জনপথ শূন্য ম্লান।
রাস্তার পাশে শুয়ে পথশিশু
বন্ধ ঘরের দোঁয়ার!
অবাধ্য মনটা হেটে যায়
আঁধার ছাপিয়ে দুরন্ত দুর্বার।

জানিনা কিসের খুঁজে, কোন সন্ধানে
ঘুরছে মন আমার!
আমি নিরুপায় 'স্বপ্ন হয়ে ছোটে যাই'
চুপিচুপি পিছু তার।
এগাঁয়ের মাঠ পেরিয়ে, ওপাড়ার স্কুল
পার্শ্বে দাঁড়ানো শহীদ মিনার,
সেখানে শূন্যে স্যালুট দিয়ে, পাগলের
বিলাপ,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬৪১৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ