'নীরবতা' এখন আমার- ভাল লাগে
কেউ জানেনা কেবল এই- মন জানে।
নীরব তবু ব্যস্ত সময়- যায় বয়ে
পাই না জবাব তবুও প্রশ্ন- যাই করে।।
একা একা যখন থাকি- চোখ বুজে
বলি কথা তোর সাথে দুই-হাত ধরে।
কখনো বা কাঁধ মিলাই তোর- ওই কাঁধে
যেমন করে রাখতাম মাথা- সেই বনে।।
আকাশের ঐ তারা গুনতাম- তোর সনে
তোর কী আজও সেসব কথা- হয় মনে?
গোধূলির ঐ সাজ বেলাতে- দুই জনে
মুগ্ধ রইতাম চেয়ে তোর- মুখপানে।।
কিংবা যেদিন গলা জড়িয়ে- সেই ঘরে
বলছিলি, তুই স্বামী আমার- থাক বুকে।
ভালোবাসায় পূর্ণ হৃদয়- সেই থেকে
ধন্য ছিলাম বিশ্বাসী তোর- প্রেম নিয়ে।।
কার বুকে আজ রইলি সুখে- সব ভুলে
স্বর্গ সুখের স্বপ্ন আমার- তাই মিছে।
জ্যোৎস্না রাতে আকাশে তোর- মুখ ভাসে
নিঝুম রাতে 'নীরবতা' তাই- মন জুড়ে।।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১