আমার সুখগুলো সব
কষ্টের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে।
তাই তো কষ্টকে ভালোবাসি, ভুলি না
রেখেছি জীবনের সাথে জড়িয়ে।
তাই বুঝি লোকে
আমাকে দেখে সহজেই বলে দেয়
কষ্টবিলাসী।
আসলে কি তাই ....!
পাহাড় সমান ভালোবাসা সাজিয়ে
ভেসেছি চন্দ্র-সৌরভে,
প্রেমের জ্যোৎস্না গায়ে মেখে ঘুরে বেড়িয়েছি
এপাড়া-ওপাড়া-শহরে
স্কুল-কলেজে ছন্দের তালে তালে
জীবনের বাঁকে বাঁকে উল্লাসে-
কত রাত করেছি ভোর
ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে...।
কখনো প্রিয়া বিরহের যন্ত্রণার দহনে
আকাশ-বাতাস ভারী করে তুলেছি
বুকফাটা আত্মচিৎকারে...।
কত স্বপ্নে বিভোর ছিল চোখ দুটো!
প্রিয়া সাক্ষাতে-সব কষ্ট যন্ত্রণা ভুলে
হয়ে যেতাম মহাসুখী।
ওই কোলে মাথা রেখে
কতো সুখী ভাবতাম নিজেকে!
সে আমার বউ হবে
সুন্দর একটা ঘর হবে
দিনরাত মেতে থাকবো মধু-আলাপনে...।
কত শত মধুর-স্মৃতি আমার জীবন থেকে
হারিয়ে যাওয়া সাতটি বছর জুড়ে-
সেই সুখস্মৃতি ভুলে যাবো-
আমি কী এতটাই স্বার্থপর!
শুধু কষ্টকে ভুলতে গিয়ে-
কত-প্রতীক্ষায় পাওয়া শ্রেষ্ঠ সুখগুলো যাবো ভুলে ...!
না! আমি পারবোনা নিজেকে ভুলতে।
আমি পারবো না কষ্টের কাছে সুখ হারাতে।
তাই তো কষ্টকে ভালোবাসি
যদি সুখ হয়ে কভু একটু ফেরে....।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯