আমি অসাধ্যকে খুঁজি
সত্যকে পূঁজি বারংবার,
চাই দুখির মুখে হাসি
মানুষের ন্যায্য অধিকার।
অন্যায়কে গলা-টিপে মারি
শোষিতের পক্ষে শানিত তরোয়াল,
শৃঙ্খলতার শিকল টুটি
আমৃত্যু সংগ্রামী স্বাধীনতার।
অপ্রতিরোধ্য আমি
সব অনিয়ম করি চুরমার,
মানুষকে মানুষ ভাবি
জাতিভেদ নাই, আমি সবার।
আমি নই বিদ্রোহী
দ্রোহী হয়ে ওঠি দেখে অবিচার,
অন্তরে দেশভক্তি
মানুষে ভালোবাসা-স্রষ্টার।
আমি গান ভালোবাসি
ছন্দের তালে দেই তাল,
ছন্দে ছন্দে কবিতা পড়ি
গল্পে মনোযোগ, নই বেখেয়াল।
নারীর মন খুঁজি
রূপ দেখি নই হারাবার,
হই আজন্ম প্রেমী
প্রিয়া প্রতীক্ষায় করি জীবন পার।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১