যখন দেখি চারিদিকে
ঘুটঘুটে অন্ধকার,
নীরব পৃথিবী, ঘুমন্ত মানুষ
জনপথ শূন্য ম্লান।
রাস্তার পাশে শুয়ে পথশিশু
বন্ধ ঘরের দোঁয়ার!
অবাধ্য মনটা হেটে যায়
আঁধার ছাপিয়ে দুরন্ত দুর্বার।
জানিনা কিসের খুঁজে, কোন সন্ধানে
ঘুরছে মন আমার!
আমি নিরুপায় 'স্বপ্ন হয়ে ছোটে যাই'
চুপিচুপি পিছু তার।
এগাঁয়ের মাঠ পেরিয়ে, ওপাড়ার স্কুল
পার্শ্বে দাঁড়ানো শহীদ মিনার,
সেখানে শূন্যে স্যালুট দিয়ে, পাগলের
বিলাপ, করছে সে কী কারবার!
আমি স্তব্ধ, বিবেকের ধ্বংসনে শংকীর্ণ
পাইনা কূল লজ্জায় মুখ লোকাবার,
ঝাড়ছে ধূলো খাচ্ছে চুমু
লাল বৃত্তে বারবার!
বলছে স্বার্থপর জাতি, বেঈমানের দল
রাখে না খবর বীর সেনার,
কত সংগ্রাম, কত রক্ত-বীর সন্তানের
আত্মত্যাগে পাওয়া অধিকার!
কয় জনেই বা রাখে খবর, একদিনেই
ব্যস্ত দায়িত্ব এঁড়াবার,
ব্যস্ত সবাই স্বার্থের খুঁজে, অনুসূচনায়
নিজেকেই দোষী বারবার।
কই! একদিনও তো ঝাড়ি না ধূলো
সময়মতো করিনা পরিষ্কার!
অরক্ষিত যাচ্ছে কেটে ভাষা-শহীদদের
তৃপ্ত-আত্মায় জাগ্রত শহীদ মিনার।।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭