একুশে ফেব্রুয়ারি
কবি এম আহমদ আলী সাহিত্যরত্ন
উনিশ শ’ বায়ান্ন একুশে ফেব্রুয়ারি
মহাবেদনায় দীপ্তিমান,
বাংলা ভাষার রূপায়ণ তরে,
নিঃশেষে প্রাণ করিল দান।
সালাম, বরকত পহেলা শহীদ
মাতৃভাষার রাখিতে মান,
নুরুল আমিন ধাতক আদেশে
রাজপথে ধাকায় হরিল প্রাণ।
অনেক রক্তে লালে লাল হ’ল ঢাকার বুক,
তরুণ-তরুণী, আবাল বৃদ্ধ-
ক্রন্দনে প্রকাশ করিল দুঃখ।
দিকহারা সব ছাত্র-ছাত্রী,
চিন্তিত সবে দিবস রাত্রি
ফেরেস্তাসম তক্ষণে আসি-
অধ্যাপক বলেন, আমি তোমাদের
পাশে আছি।
নবীন কুওতে- বলীয়ান হ’ল
দিকভ্রান্ত তরুণ-তরুণী দল
জমা বাধিল- বাঙালি জনতা
প্রতিবাদে হলো- দেশ অচল।
লাঞ্চিত হ’ল দুশমনকুল
মাতৃভাষার বাড়িল মান।
যশোর ০৬-০৯-১৯৯১ ইং। কবি লিখেছেন এই কবিতাটি তাঁর হারানো কাব্যগ্রন্থ ‘কাব্য সঞ্চয়ন’ থেকে সংগৃহীত। কবির ইন্তেকালের মাত্র মাস চারেক আগে তিনি নিজ হাতে এটি লিখেছেন। এটি সম্ভবত তাঁর সর্বশেষ লিখিত কবিতা।