শৈশবে বাবা আমাদের অনেক মূল্যবান বানী উপহার দিয়েছিলেন যেমনঃ
--
১। ছেলেদের কাঁদতে নেই
২। রাতের বেলা বাহিরে থাকতে নেই
৩। বেশি কথা বলে যারা মূর্খের পরিচয় দেয় তারা
৪। ছেলেদের একটু আকটু কেটে গেলে কিছু হয়না
৫। বিড়ি সিগারেট খেতে নেই, এইগুলো মূর্খরা খায়
৬। বড় হবার দরকার নেই, পৃথিবীতে ছোট জিনিস বেশী
৭। হেরে গেলে সমস্যা নেই, কাউকে না কাউকে হারতেই হয়
৮। ঠাণ্ডা ভাতের সাথে গরম ভাত মিশ্রণ করে খেতে নেই
______________
বাবার কথাগুলোর অর্থ আজও জানা হলো না
আমি বরাবরই খুব বোকা অকর্মণ্য মূর্খ কিনা তাই
অনেক সহজ কথাও বুঝি না কিংবা বোঝার চেষ্টা করি না
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৫