১৯৭১ সালে পরিবেশ পরিস্থিতি কেমন ছিল তা একমাত্র সে সময়ের লোকেরাই বলতে পারে। আমাদের মত পরের প্রজন্মের স্বপ্নেও তা ধারনা করা সম্ভব হবেনা।
সেই পরিস্থিতিতে যারা যুদ্ধ করেছেন, তারাই তো প্রকৃত বীর, দেশের কৃতি সন্তান।
এমনই এক সন্তানের মুখের বক্তব্য শোনার ও তা সবাইকে শোনানোর জন্যই এই লেখা। ১৯৭১ সালের হাজার হাজার শহীদদের গণকবরের সন্ধান দিলেন তিনি, অবিলম্বে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। আমাদের দেশের শহীদদের দেহাবশেষ সকলের অজান্তে দশ ফিট মাটির নিচে এভাবে অগোচরে থাকতে পারে কি?
আশা করি এই মুক্তিযোদ্ধার কথাগুলো সবাই শুনবেন ও মন্তব্য করবেন। আর ভাল লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।
ভিডিওটি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বীয় বাসভবনের সামনে থেকে তোলা।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮