ছবিতে যাকে দেখছেন, তিনি ভারতের একজন মন্ত্রী!
দেখে বোঝার উপায় আছে?
আরেকজনকে জানি, যিনি তার সরকারী বেতনও নাকি নেন না। অথচ একটা প্রদেশের সরকারী দপ্তর চালান। তিনি মমতা ব্যানার্জি!
ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা, আর খোলা জায়গায় হাগু করা নিয়ে আমরা যতোই ট্রল করিনা তাদের, তারা আর যাই হোক, তাদের রাজনীতি, খাদ্য ও চিকিৎসা খাতকে দুর্নীতিমুক্ত রাখতে পেরেছে সর্বোপরি। আজ তাই এমন নেতা জন্ম নিচ্ছে ভারতের মাটিতে বরাবর।
আর বাংলাদেশের দিকে দেখুন?
চতুর্থ শ্রেনীর কর্মচারীদের কয়েকটা করে ফ্ল্যাট, আর হাব ভাব দেখে বোধ হয়, তারা বুঝি দেশের মালিক। আমরা জনগন তাদের তোষামোদকারী!
চিকিৎসার জন্য আমরা নিজেদের ডাক্তারদের উপরেই ভরসা করতে পারি না, আমাদের মধ্যবিত্ত থেকে উপরের দিকে সকলের ভরসার স্থল আজ ভারত!
আমরা চড়া দামে খাবার কিনেও খাদ্যমান নিশ্চিত করতে পারি না। আমরা জানি খাবারে বিষাক্ত কেমিকেল মেশানো আছে, তবু আমরা বাধ্য হয়েই খাবার কিনে খাই।
হায়রে হতভাগা জাতী আমরা!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭