আজ কিছু মানুষের উদাসীনতায় ও অবহেলায় একেবারেই ধ্বংস হতে বসেছে দ্বীপটি। সমুদ্র পথে দ্বীপটিতে চলাচলের জন্য ব্যবহার করে আসা জাহাজগুলোর দিকে তাকালে বোঝা যায় এগুলোর কত সংশোধন দরকার। চলাচলের সময় দেখা যায় এগুলোর পিছনে দমকা ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়া! যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ জাহাজের পিছনে!
কিছুদিন আগে এক অভিযানে এমনই এক জাহাজকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, কিন্ত তাতে যে কোন লাভ হিয় নি, এই ভিডিওই তার প্রমান।
এখনও সময় আছে, যথাযথ ব্যবস্থার মাধ্যমে পরিবেশ দুষনের হাত থেকে আমাদের পর্যটনশিল্পকে রক্ষা করি, রক্ষা করি আমাদের গর্ব একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনকে!
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭