বিচারের আশায় মা ও মেয়ে দাঁড়িয়ে আছেন প্রেসক্লাবের সামনে!
না নেই, কোন মানবাধিকার কর্মি, মিডিয়া, সচেতন নাগরিক, সুজন, কুজন, কেউ নেই!
ওরা কার কাছে বিচার চাইছে?
যেন এটা শোনার মত মানুষও নেই!
আমরা আজ এমনই হয়ে গেছি, মানবিকতা বলেও আমাদের মাঝে কিছুই কাজ করে না।
আমরা তো ব্যস্ত জেসিয়া মাঝরাতে সালমানের বাসার সামনে কাচ ভাংছিল কেন?
সানাই তার সাইজ ৩৮ থেকে ৪৪ করল কেন?
মাশরাফী খেলোয়ার হয়ে রাজনীতি করছে কেন?
আমরা এসব টপিক ভাইরাল করতেই ব্যস্ত। এসব করেই নিজেকে মানবিক প্রমাণ করতে চাইছি!
আসলে আমরা যে একেকটা নশৃংস পশু হয়ে গেছি, তা আমরা নিজেরাই জানিনা!
এটাই কি বাংলাদেশ??
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬