তাই আসুন একবার মৃত্যুর কথা স্মরণ করে সঠিক ও শুদ্ধভাবে নামাজ পড়া শিখে নেই আমাদের শেষ নামাজ অন্যরা পড়ার আগেই।
এটা শেখা যেমন আমাদের অধিকার, এটা অন্যকে শেখানোও আমাদের অধিকার।
অনেক কিছু নিয়েই তো আমরা ব্যস্ত, অথচ নামাজ শিখতে ও আদায় করতেই আমাদের যত অনীহা, লজ্জা!
মৃত্যুর পর যখন সবাই জানাজা নামাজে দাঁড়ায়, তখন সেই নামাজই আমাদের ব্যঙ্গ করবে না কি? যদি বেচে থাকাকালীন আমরা নিজেরাই নামাজ না পড়ি?
আল্লাহ আমাদের কবুল করুন।
এখানে থেকে শিখে নিন মাত্র ৩ মিনিটেইঃ
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬