ছন্দ মিলানোর দ্বন্দে পড়িয়া আঁতেল কবি বসিয়া রয়
নব্য কবি হাসিয়া বলে, ছন্দের কি দরকার হয়-
গদ্য রচনা পদ্যের সুরে অর্ধ টানিয়া -
-ছাড়িয়া দিলে পদ্য রচিত হয়।
আঁতেলের যুক্তি ছন্দ ভক্তি যাহার মাঝে নাই,
সে কখনও কবি হয় না গো বলেছেন গুরু সাঁই।
জীবনের আনন্দে জীবনানন্দ লিখেছেন কত কবিতা
ছন্দে সুরে ফুটাইয়া তুলেছেন সাদামাটা বাংলার ছবিটা।
মধুসূদনের সনেটে সনেটে গভীর অন্ত্যমিল,
কবিতায় তাঁর ভাব ভাসিলে ও নেই ছন্দে গরমিল।
ছন্দ প্রেম দেখিয়া আঁতেলের নব্য হইল হতাশ
ফান্দে পড়িয়া কান্দিলেও যুক্তির আছে অবকাশ।
‘বনলতা সেন’ কবিতায় কবি রাখেনি কেন ছন্দ
ওটা কি তবে কবিতা নহে অরে ও আঁতেল অন্ধ।
বড় বড় সব মহাকাব্য ঘাঁটিয়া দেখিস গাধারাম
ছন্দ ছাড়ায় লিখেছে কত, ছন্দের কি দাম।
কবি উহারায় যাহাদের কবিতা সমহিমায় অনন্য
ভাব যে তার আসল ব্যাপার, ছন্দ যৎসামান্য।