তরুনী চলচিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত 'মেহেরজান' আমেরিকার ক্যালিফোর্নিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশি ছবি শাখায় "সেরা বিদেশি চলচ্চিত্র"
হিসাবে পুরষ্কার জিতে নিয়েছে।
গত ২২ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই উৎসবে ছবিটি গত ২৪শে জুলাই প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ নারী নির্মাতা, শ্রেষ্ঠ ন্যারেটিভ ফিচার, শ্রেষ্ঠ ড্রামা ফিচার, শ্রেষ্ঠ ফার্স্ট টাইম মুভি স্ক্রিপ্ট রাইটার এবং শ্রেষ্ঠ মুভি শট অন ৩৫ মি.মি. ফিল্ম - এই পাচটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং বিদেশি ছবি শাখায় সেরা চলচিত্রের পুরস্কারটি জিতে নেয়। ছবিটি আগামী ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনে সাউথ এশিয়ান স্টাডিজের সম্মেলনে 'মেহেরজান' দেখানো হবে।
উল্লেখ্য যে চলচিত্রটিতে ১৯৭১ সালে পাকিস্তানী সেনা অফিসারের সাথে নির্যাতিত এক বাংগালী ললনার প্রেমের দৃশ্যের অবতারনার জন্য দেশে ছবিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং গন রোষের কারনে এক পর্যায়ে ছবিটি হল থেকে নামিয়ে নেওয়া হয়। বর্তমানে ছবিটির সেন্সর সার্টিফিকেট বাতিল না হলেও বাংলাদেশে প্রদর্শনী বন্ধ রয়েছে। তবে বাংলাদেশের সিনেমা হলে চলতে না পারলেও দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। ছবিতে আন্তুর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা জয়া বচ্চন অভিনয় করেছে।
এটা কপি-পেস্ট করা নিউজ বাংলা থেকে।
এই পোষ্টটিতে(কপি-পেস্ট অংশে) তথ্য বিভ্রাট আছে, সচলায়তনের এই লিঙ্ক থেকে পরিষ্কার হওয়া যাবে
"মেহেরজান" নিয়ে আমাদের দেশে প্রচুর বিতর্ক হয়েছে। প্রচুর লেখালেখি হয়েছে। প্রচুর সমালোচনা হয়েছে। সেটা আর নতুন করে বলার দরকার নেই। যারা এ ছবিটি দেখেননি কিংবা এ বিষয়ে কোন লেখা পড়েন নি,তারা এই ব্লগেই সার্চ দিলে প্রচুর লেখা পাবেন এ বিষয়ে।
প্রচন্ড ক্ষোভ ও বিতর্কের মাঝে এ ছবিটি বাংলাদেশে প্রদর্শন নিষিদ্ধ হলেও সার্টিফিকেট কিন্তু বাতিল হয়নি। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের লোকের আপনজন বলেই কিনা এটি আমি বলতে পারব না।
মনোয়নদাতারা শ্রেষ্ঠ নারী নির্মাতা, শ্রেষ্ঠ ন্যারেটিভ ফিচার, শ্রেষ্ঠ ড্রামা ফিচার, শ্রেষ্ঠ ফার্স্ট টাইম মুভি স্ক্রিপ্ট রাইটার এবং শ্রেষ্ঠ মুভি শট অন ৩৫ মি.মি. ফিল্ম এই ৫টি ক্রাটাগরিতে এই ফিল্ম মনোয়ন দিয়েছেন। কিন্তু যে ইতিহাসের উপর ভিত্তি করে এই ছবি সেটি কতটুকু বিবেচনা করেছেন কিংবা বিবেচনায় এসেছে কিনা তা জানা নেই।
ছবিটি আগামী ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনে সাউথ এশিয়ান স্টাডিজের সম্মেলনে 'মেহেরজান' দেখানো হবে।
বিদেশীদের আমাদের স্বাধীনতার সংগ্রামী রক্তাক্ত ইতিহাসকে নিটোল প্রেমের গল্প সাজিয়ে দেখানোর আয়োজন সম্পন্ন। তাও দেখানো হবে "এশিয়ান স্টাডিজ" এর সম্মেলনে।
এই ছবির সেন্সর সার্টিফিকেট যদি বাতিল করা হত, তবে কি এই ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারত? এই ছবির সার্টিফিকেট বাতিলের জোর দাবি জানাই।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৫২