ছোটবেলায় গ্রীস্মের ছুটিতে মামাবাড়ি ( চট্টগ্রামের মিরেরসরাইতে) যাওয়াটা আবশ্যক ছিলো । আর সেখানে গিয়ে গাছের আম পেড়ে খাওয়াটা জীবনের সেরা অংশ ছিলো। হিসাববিহীন স্মৃতি আছে এসব নিয়ে।
অনেক আম গাছের মধ্যে পুরো বাড়ি জুড়ে শুধু একটা গাছেই এতো সুন্দর আম হতো যার রঙ ও স্বাদ অতুলনীয় । যদিও বা এখন আর সেই গাছ নেই । কালের বর্তে সবকিছুই তার জৌলুস হারায় । আমরা সিঁদূর রাঙা আম বলতাম। এখন অবশ্য সিঁদূর লাল বলতে শুনি।
এখনো মনে আছে সারাদুপুর আমাদের ভাই-বোনদের দস্যিপনা চলতো । বয়োজেষ্ঠ্যেরা কিছুটা বকাবকি করলেও নিরুৎসাহিত করতো না । সেই সুবাধে বাড়ির বরই , আম , কাঁঠাল বিভিন্ন ফলের গাছে আমাদের হামলা চলতো
সে যাই হোক অনেকদিন পর এই সুন্দর আমগুলো দেখার সৌভাগ্য হয়েছে ৷
তবে আম গুলো উপহার স্বরুপ পেয়েছি সে জন্য আরো বেশী ভালোলেগেছে ।তাই এই উপহারকে আরো একটু সুন্দরভাবে উপস্থাপন করতে আমি তৈরি করলাম ম্যাংগো লেমোনেড আর সাথে একটুখানি ফটোগ্রাফি।
আমার সেই পরিচিত কে অনেক ধন্যবাদ এতো সুন্দর উপহার এর জন্য ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২১ দুপুর ২:২২