আজও সব বয়সের মানুষের কাছে সুচিত্রা সেন এক অজানা ভাললাগা । ছোট বেলা থেকেই আমি সুচিত্রা সেন এর সিনেমার ভক্ত ।
সুচিত্রা সেনের বইটা একদম আলাদা । লেখকের সাথে সরাসরি কিছু কথা , মুনমুন সেন থেকে শোনা কিছু কথা , নিজের চোখের সামনে ঘটে যাওয়া বা পূর্বে ঘটে যাওয়া কথা মালা নিয়ে বইটি উনার অনেক সিনেমা দেখেছি , শুধু ভালোলাগা বেড়েই যায় । কিছুদিন আগে গোপালকৃষ্ণ রায় ( তিনি একজন সাংবাদিক ও সুচিত্রা সেনের ভালোবন্ধু ) রচিত " সুচিত্রার কথা " বইটা পড়লাম ।
এখানে নায়িকা সুচিত্রা সেন কে পাওয়া যাবে না । পাওয়া যাবে ঘরোয়া রমাকে ( সুচিত্রা সেনের ডাক নাম) যে কিনা সবসময় রহস্যময়ী । সব অভিনেতা ও অভিনেত্রীর প্রতি একটা আলাদা সম্মান তার আছে । অনেক কথাই তিনি মনে রেখে দিয়েছেন , যেটা আসলেই তার একান্ত ব্যাক্তিগত ব্যাপার ।
মুনমুন সেন ছাড়াও যে তার ১টি পুত্র সন্তান হয়ে মারা গেছে তাও কিন্তু অনেকেই জানে না । এই বইটা পড়ে অনেক অজ্ঞাত কথা জানতে পারলাম ।
গোপালকৃষ্ণ রায় শুধু কাছ থেকে দেখেননি নায়িকা সুচিত্রা সেনকে , দেখেছেন একজন অতি সাধারণ সুচিত্রা সেনকে । এক অপরুপ কন্যা থেকে বধু, বধু থেকে নায়িকা এবং নায়িকা থেক কিংবদন্তি তারকা হয়ে ওঠা ।
মহানায়ক উত্তম কুমার এর সাথে নির্মল বন্ধুত্ব , ছোট ছোট মান অভিমান এর কথা , রাতের বেলা হাঁটতে বের হওয়া , খ্যাতির শিকড়ে থেকেও জানতেন কিভাবে অন্যকে ফিরিয়ে দেয়া যায়।
বিভিন্ন ছবির শুটিংয়ের পিছনে তাঁর নিজের একান্ত কিছু রাগ / অভিমান ছিল যা কিন আসেই ছবিতে নতুন মাত্রা এনেছে ।
তিনি তার শ্বশুর ও স্বামীর উৎসাহে তিনি এই অভিনয় জগতে আসেন । সাথে আছে তারকা জীবন থেকে সরে এসে নিভৃত জীবনযাপনের কথালেখ্য । আর সাথে আছে পাতায় পাতায় সাদাকালো অনেক মহামুল্যবান ছবি । আর ও আছে তার ভুবন ভুলানো সেই হাসির কিছু ছবি যা আমার অনেক ভালো লেগেছে ।
আশা করছি যারা বইটা পড়বেন তাদেরও ভালো লাগবে ।। বইটা পড়ে আমার অনেক ভাল লেগেছে .....বইটা সংগ্রহে রাখার মত , যারা সুচিত্রা সেন এর ভক্ত তাদের তো এ বই থাকাই বাঞ্চণীয় ।
মেয়ে , বঁধু , স্ত্রী , নায়িকা , বন্ধু , মা , দিদা , অভিভাবিকা প্রতিটি চরিত্র ধাপে ধাপে এই বইতে উঠে এসেছে ... লেখকের লেখনীতে ।
আমি উত্তম- সুচিত্রা জুটির একনিষ্ঠ ভক্ত ...তাই আমার কাছে ভালোলাগা টা বেশী রকমের । সবার এক নাও হতে পারে । তবে সত্যিকারের বাঙ্গালীর কাছে পাবনার রমা ভালোবাসায় সিক্ত।
বইটি কিনে সংগ্রহে রাখতে পারেন .. আর ম্যাগাজিন গুলো ২০০৪, ২০০৫ , ২০১৪,২০১৬ সালে সংগৃহীত ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২