কয়েকটি মজার পর্যবেক্ষণঃ
.
১. বাংলাদেশ যখন পাকিস্তানকে বাংলাওয়াশ করলো তখন মানুষের উচ্ছ্বসিত কমেন্ট পড়ার জন্য বিভিন্ন জনপ্রিয় পেইজের পোস্ট গুলোতে গিয়ে বোতাচোতা হয়ে গেলাম। কোথাও "পাকিস্তান" শব্দটা নাই। শত শত লাইক পাওয়া সব কমেন্টের শুরুটা এরকম- "এবার তোর কি হবেরে ইন্ডিয়া" ... "এবার ইন্ডিয়া আসুক একদম ভরে দেবো" ... এই টাইপের কমেন্ট, পাকিস্তান যেন তাদের ভাসুর হয়, সেই নাম মুখে নেয়া যাবে না। ভাবটা এরকম- পাকিস্তানকে বাংলাওয়াশ করাতে যে ব্রাট ভুল করে ফেলেছি সেইটা যদি ইন্ডিয়াকে না হারাই তাহলে একদমই বৃথা যাবে!! পেয়ারা পাকিস্তান সাচ্চা মুসলমান ভাইদের জন্য এক নিরব কান্না কান পাতলেই শোনা যাচ্ছিলো!! তবে ইন্ডিয়ার সাথে সিরিজ জয়ের পর কোথাও "সাউথ আফ্রিকা এবার তোর কি হবে রে?" টাইপের কমেন্ট দেখিনাই। শুধু ভরে দেয়া হচ্ছে, হান্দায় দেয়া হচ্ছে
.
২. সেই সময় "আমরা পাকিস্তান ক্রিকেট টিমের পাগলা ভক্ত" টাইপের হাজার হাজার মেম্বার ওয়ালা গ্রুপে বাংলাদেশী ছাগুদের পাকিস্তানের দন্ড লেহনের বিরুদ্ধে এবং কেন আমরা খেলার সাথে রাজনীতি মিশাই সেইটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। অবিশ্বাস্য হইলেও সত্যি- একজন, দুইজন না, সাত আটজনের পুটু জ্বলে গিয়েছিলো সেইটা পড়ে। কেন তারা পাকিস্তান ক্রিকেট দলকে সাপুট দিতে পারবে না? মজার ব্যাপার হলো ফেসবুকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাপোর্টারদের কোন পেইজ বা গ্রুপ পাইনাই। ইন্ডিয়া ক্রিকেট টিমকে কেন সাপোর্ট করা যাবে না একজন বাংলাদেশি হয়ে সেইটা নিয়া এখন লিখলে তাতে কেউ এসে আমাকে গালাগালি করার সম্ভাবনাও শূণ্য!!
.
৩. সবচেয়ে মজার কান্ড কীর্তি দেখছি আজ সকাল থেকে এখন পর্যন্ত। ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন কালারড ফেমাস ফ্যান "সুধীর গৌতম" দাবী করলেন তাকে দ্বিতীয় ম্যাচের পর একদল বাংলাদেশী লোক বাঁশ হাতে ধাওয়া করেছে এবং সিএনজিতে উঠে পালাতে গেলে তাতে ঢিল ছুড়েছে। সাথে সাথে পাছার মত দুইভাগ হয়ে গেলো পুরা ফেসবুক কমিউনিটি একদল বলছে পুরাটাই নাটক। বাংলাদেশীরা এরকম করতেই পারে না!! সেলেব্রেটি আব্দুর নূর তুষার তো ২০১১ সালের ওয়েস্টইন্ডিজের বাসে ঢিল ছোড়ার ঘটনাটা একদম ভূলে গিয়ে লিখে দিলেন " Bangladesh lost many games in the past and nothing like this ever happened. Its against human psychology that winning supporters ever engage into violence" :3 কিছুক্ষণ পর নতুন আরেক জিনিস ছড়িয়ে পড়লো "ইউটিউবে আপলোড করা ভিডিওটা ২১ তারিখ আপ্লোড করা হইসে, সো এটা ভুয়া" -_- তারপর আবার স্ক্রিণশট পাইলাম যেখানে দেখা যাচ্ছে এই ভিডিও আসলে ৫-৭ ঘন্টা আগে পোস্ট হইসে, সার্ভারের টাইম জোনের প্রার্থক্যের জন্য এরকম হইসে তারপর নিজ চোখে ঘটনাটা দেখা কয়েকজনের কমেন্ট পড়লাম :/ তারপরো কাজটা খারাপ হইসে স্বীকার করবে না। ফ্রেন্ডলিস্টের এক সিনিয়র ভাই তো বলেই বসলেন "ঐটারে পিডাইসে খুব ভালো হইসে" যারা এই ঘটনায় সরি বলছে তাদের ভাদা ভাদা বলে গালি দেয়া হচ্ছে :3
.
আমি স্পষ্ট অনুভব করি এই দেশের প্রায় ১০০% মানুষ সবাই ইন্ডিয়াকে ঘৃণা করলেও পাকিস্তানের বেলায় বিশাল একটা অংশের ভিতর মুচড়া মুচড়ি চলে আসে ... কই জানি একটা সফট কর্নার কাজ করে ... ইন্ডিয়ারে কথায় কথায় আইক্কা ওয়ালা বাঁশ দিলেও পেয়ারে পাকিস্তানের মুসলিম ভাইদের জন্য মন হু হু করে কাঁদে!!
.
এই অনুভূতির গোড়ায় ধরে টান দিলে দেখা যাবে এইদেশের একটা বিশাল অংশ বিশ্বাস করে মালাউন ইন্ডিয়ার ষড়যন্ত্রে আমরা ৭১ রের গোন্ডগোলে মহান পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছিলাম ... মুক্তি যুদ্ধে সাহায্য করার জন্য ইন্ডিয়ার উপর অবদমিত ক্ষোভ নানা ইস্যুতে উঠে আসে ... পাকিস্তানের সাথে আবার কোন একদিন আমাদের মিলন হবে সেই আশায় তারা রাতের আকাশের তারা ... ছাগলের লোম ইত্যাদি গুনতে গুনতে "ম্যারি মি আফ্রিদি" বলে শীৎকার করে :v
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৯