আমার এক ঘনিষ্ঠ বান্ধবি আছে, স্কুল লাইফের। আমি ঢাকায় এলেই আমরা একসাথে ঘুরাঘুরি করি। বছর খানেক আগে একবার দুইজন টিএসসি,শহীদ মিনার ঘুরে বুয়েটে গেলাম। বুয়েট ক্যাম্পাসে অনেক্ষণ আড্ডা দিলাম। দুইজনেরই পরিচিত অনেকের সাথে দেখা হইলো। পরে সে আমাকে একদিন বললো এইজন্য নাকি তাকে অনেক প্যারা সহ্য করতে হইসে, অনেকে অনেক কথা শুনাইসে!!
কি আশ্চর্য!! কই, আমাকে তো একটা টু শব্দও কেউ বলেনি! আমাকে একটুও প্যারা নিতে হয় নাই!!
ক্যান? আমাকে ভয় পায় নাকি সবাই? নাকি আমি যাস্ট সিম্পলি "ছেলে" বলে আমার সাতখুন মাফ? সুন্দর মেয়ে নিয়ে আমি ঘুরলে বস পাব্লিক আর মেয়েটার সাথে তার বয়সী ছেলে থাকলেই মেয়েটার প্রব আছে? কথা খালি একলা তাকেই শুনতে হইলো ক্যান?
কিছুদিন আগে এক গ্রুপে এক ছোটো বোন পোস্ট করলো অনলাইনে মেয়েদের হ্যারাসমেন্ট নিয়ে। কোন পেইজে বা কারো পোস্টে যেখানে মানুষের আনাগোনা বেশি সেখানে একটা মেয়ে শান্তিতে কমেন্ট করতে পারে না। সাথে সাথে শুরু হয় ইনবক্সে ম্যাসেজের আর রিকুয়েস্টের বৃষ্টি । রিপ্লাই না দিলে বা একসেপ্ট না করলে শুরু হয় খিস্তিখেউর!!
ভয়ানক ব্যাপারটা হয় যখন বাইরে ভালো ভালো কথা লিখে ওয়াল ভইরা ফেলা পোলার রিকুয়েস্ট একসেপ্ট করার পর দুই দিন না যেতেই শুরু হয় নোংরা প্রস্তাব দেয়া!!
অবাক হয়ে দেখি- সেই পোস্টেও অনেক গুলা নষ্টশুক্রাণু এসে মেয়েটাকে সেখানেই হ্যারাস করা শুরু করলো এই বলে- "মাইয়া মানুষ হইয়া বেশি লাফানো ভালো না। তোমার প্রাইভেসি দেয়া নাই ক্যান? তুমি আন নৌন মানুষ এড করবা ক্যান? সমস্যা তো তোমার!!"
ক্যানরে শুয়োরের পাল? চার বছর ধরে ফেসবুক চালাই, একটা মেয়েও তো এসে আমাকে কখনো নোংরা প্রস্তাব দেয় নাই!! আমার তো কিছুই প্রাইভেসি দেয়া নাই!! মেয়েরা কি তাহলে খারাপ হইতে পারে না?
একটা মেয়ে কোন ছবি না দিলে ফেইক বইলা গালি দিবি, আবার ছবি দিলে সেইটা নিয়া নোংরামি করবি, কি সমস্যা তোদের? একটা মেয়েকে হার্ডকোর প্রাইভেসি দিয়া ফেসবুকিং করতে হবে ক্যান? এইসব বলে তো মেনেই নিচ্ছিস ছেলেরা পশুর জাত হয়ে যাচ্ছে!!
নারী-পুরুষ সমধিকার বলতে কে কি বুঝে আমি জানি না। তবে যেদিন একটা অপরিচিত মেয়ের সাথে ঘুরতে দেখলে একটা ছেলেকেও কথা শুনতে সমাজের মুখে, যেদিন একটা ছেলেও প্রাইভেসি ছাড়া ফেসবুকিং করার কারণে হ্যারাশমেন্ট এর শিকা হইয়ে আইডি অফ করতে বাধ্য হবে, যেদিন একটা লম্পট ছেলে শত শত মেয়েকে বিছানায় নেয়ার কারণে হিরোর সম্মান না পেয়ে বরং সমাজ তাকে বেশ্যা,মাগী,পতিতা (যেগুলোর পুরুষবাচক শব্দ পর্যন্ত নাই!বাহ!) বলে থুথু দিবে, অচ্ছুৎ ঘোষণা করবে, কলংকিত বলবে আর যেদিন এই সব অপমানের জ্বালা সহ্য না করতে পেরে গলায় দড়ি দিবে কোন ছেলে, সে দিনই আমি বলবো, নাহ, এ সমাজে #ন্যায়_বিচার আছে!!