প্রযুক্তির উৎকর্ষতায় দ্রুত-ই বদলে যাচ্ছে পৃথিবী । রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, আইওটি, বিগ ডেটা ইত্যাদি বিষয়ে বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।এই অদম্য অগ্রযাত্রাকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ১৩ ডিসেম্বর’১৯ ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে"ডুয়েট টেকফেস্ট-২০১৯"।
প্রযুক্তি প্রেমীদের স্বাচ্ছন্দ্যময় অংশগ্রহণ আর বিগত বছর গুলোর জমকালো আয়োজন "ডুয়েট টেকফেস্ট" প্রযুক্তি আঙিনায় সৃষ্টি করেছে স্বতন্ত্র্য অবস্থান । একই সাথে প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে রাখছে গুরুত্বপূর্ণ অবদান।
বিগত বছর গুলোতে “ডুয়েট টেকফেস্ট” এর ধারাবাহিক সাফল্যে সহযোগী ভূমিকা পালন করেছে টেকফেস্টের ক্যাম্পাস এম্বাসেডরগন ।
তাই, "ডুয়েট টেকফেস্ট" এর সাফল্যকে আরও ঊর্ধ্বমুখী করার লক্ষ্যে এবারের আয়োজনেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্যাম্পাস এম্বাসেডর আহবান করা হচ্ছে।
আমরা বিশ্বাস করি ,ক্যাম্পাস এম্বাসেডর হওয়ার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা "ডুয়েট টেকফেস্ট-১৯" এর উত্তরোত্তর সাফল্যের নিরঙ্কুশ সহযাত্রী হবে।
প্রযুক্তির এই মিলন মেলায় আপনাকে স্বাগত ।
সুযোগ সুবিধাসমূহ:
• জাতীয় পর্যায়ের রোবটিক্স ফেস্টিভ্যালের অংশ হওয়ার সুযোগ
• এম্বাসেডর সারটিফিকেট ।
• এম্বাসেডর টি-শার্ট ও কিটস।
• “ডুয়েট টেকফেস্ট -২০১৯” এ অংশ নিয়ে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ।
• দেশের শীর্ষ প্রযুক্তি প্রেমীদের সাথে নেটওয়ার্কিং সুযোগ।
আবেদনের যোগ্যতা:
• অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
• নিজের প্রতিষ্ঠানের রোবটিক্স ক্লাবে সংযুক্ত থাকতে হবে।
• এম্বাসেডর হওয়ার পর সর্বোচ্চ দায়িত্বশীলতার সহিত দায়িত্ব পালন করতে হবে
• অতীতে কোন রোবটিক্স ফেস্টিভ্যালে অংশগ্রহন বা রোবটিক্স সম্পর্কে যথার্থ জ্ঞান থাকতে হবে।
• বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
• বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যুক্ত থাকতে হবে
দায়িত্বঃ
• নিজ প্রতিষ্ঠানে “ডুয়েট টেকফেস্ট -২০১৯” এর পক্ষে প্রতিনিধিত্ব করা।
• নিজ প্রতিষ্ঠানে রোবটিক্স ক্লাবের সদস্যদের “ডুয়েট টেকফেস্ট -২০১৯” সম্পর্কে তথ্য শেয়ার করা ।
• “ডুয়েট টেকফেস্ট -২০১৯” এর বিভিন্ন ইনফরমেশন লিঙ্ক সমূহ নিজ প্রতিষ্ঠানের রোবটিক্স গ্রুপে শেয়ার করা।
• নিজের বিশ্ববিদ্যালয়ের আগ্রহী প্রতিযোগীদের “ডুয়েট টেকফেস্ট -২০১৯” সম্পর্কে তথ্য প্রদান করা।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪