আপনি হয়তো কাউকে অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছেন ,আপনার বৃত্তে তাকে কেন্দ্র বানিয়ে রেখেছেন এবং তার পরিপ্রেক্ষিতে হয়তো এটাও ভেবে নিয়েছেন আপনিও তার অগ্রাধিকার লিস্টে রয়েছেন ,সে আপনাকে অগ্রাধিকার না দিলে মনঃক্ষুণ্ণ হচ্ছেন এই অভ্যাস টা আজকে থেকেই পরিত্যাগ করুন ।
কে কাকে কত টুকু স্থান জুড়ে রাখবে ,কতটুকু অগ্রাধিকার দিবে তা তার একান্ত নিজস্বতা ।তাই ,কারো সিদ্ধান্ত গ্রহনে দেয়াল হবেন না বরং সমতল ভুমি হয়ে যান ।
আপনার চোখে আজ হয়তো অনেকেই সফল ,আপনি উঠতে বসতে তাদের প্রশংসায় পঞ্চমুখ । আপনিও তাদের মত হতে চান ,তাদের অনুকম্পা চান কিন্ত কখনো কি ভেবে দেখেছেন তারা আপনাকে কিভাবে গ্রহন করছে ? উচ্ছিষ্ট ভাবে না তো আপনাকে ? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকেই তাদের সঙ্গ ত্যাগ করুন ।বরং নিজেকে আবিস্কার করুন ,নিজের ভালো লাগাকে পরিচর্যা করুন ।অন্যের মতো নয় বরং নিজের মত করে সফল হন । আপনার দৃষ্টিতে আজকে যারা সফল হয়তো একদিন তারাও আপনাকে সমীহ করতে বাধ্য হবে ।
যারা সফল তারা পরিশ্রম করেই তাদের স্থান পাকাপোক্ত করেছে ,নিজদের দুর্দমনীয়তার জানান দিয়েছে ।তাই ,আজ থেকেই লেজুড়বৃত্তি ছেড়ে পরিশ্রম শুরু করুন ।ভবিষ্যৎ আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে বাধ্য হবে ।
ওহ হ্যাঁ ,আপনার অগ্রাধিকার লিস্টেও একটু পরিবর্তন আনুন । আপনি তাদেরকেই অগ্রাধিকার দিন যারা আপনাকে অগ্রাধিকার দেয় ,আপনাকে বুঝে ,আপনার কথা মনযোগ দিয়ে শুনে ,আপনাকে অনুপ্রানিত করে , কাজের প্রশংসা করে হোক সেটা যতই ক্ষুদ্র ।
যারা আপনার অস্তিত্বকে টের পেয়েও অস্বীকার করে ,আপনাকে অবমূল্যায়ন করে তাদের সঙ্গ পরিত্যাগ করে নিজের ব্যক্তিত্ব কে উন্নত করুন ।আপনার দুটো হাতকেই ঊর্ধ্বগামী না করে আপাতত একটা হাত নিন্মগামী করুন । শেষ বেলায় দীর্ঘশ্বাসের বদলে ভুপেন হাজারিকার "মানুষ মানুষের জন্য" গান শুনতে শুনতে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩