শুনলাম এবার নাকি বিপিয়েল উদ্ভোধন করতে ভারতীয়,পাকিস্তানের এবং একজন স্রিলংকার শিল্পী আসছেন।আর আছেন আমাদের সবার প্রিয় রুনালায়লা,যিনি হয়তো দামাদাম মাস্তক্যালেন্ডার View this link গাইবেন।আছেন জেমস,যিনি গাইতে পারেন ভিগি ভিগিঅথবা চাল চালে আপনি ঘাড় হামসাফার- এই গান দুটি।পাকিস্তানী প্লেয়ার ছাড়া যাদের বিপিয়েলআয়োজন করতে ভয় হয়,যাদের এদেশের প্লেয়ারদের উপর কোন আস্থা নাই,তাদের থেকে এর থেকে বেশী আর কি আশা করা যায়?
আচ্ছা,এই বিদেশী শিল্পী না এনে কি আমরা পারতামনা আর্টসেল,অর্থহীন,ক্রিপটিক ফেইট,দলছুট,এল আরবি,মাকসুদ,ওয়ারফেইজ,শিরোনামহীন,তাহসান,হাবীব এদের মতো শিল্পীদের স্টেজে উঠাতে?নাকি এদের গান শুনে দর্শক না পাওয়ার কিংবা অনুষ্ঠানের মাঝখানে দর্শক চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে,কোনটা?বিপিয়েল এর অনুষ্ঠান ২০ টার মতো চ্যানেলে দেখানো হবে,আমরা কি পারতাম না আমাদের এই সুযোগে আমাদের ধনী অথচ অবহেলিত এই সঙ্গস্কৃতিটাকে বিশ্বের সামনে তুলে ধরতে?
কয়েকদিন আগে প্রায় এক মাসের মতো ইন্ডিয়াতে একটা ট্যুরে গিয়েছিলাম,সেখানে ট্রেনে এক ভারতীয়ছেলের সাথে পরিচয় হয়,কথাপ্রসঙ্গে জানতে পারি সে অর্থহীন ব্যান্ডের পাড় ভক্ত।এরকম তো একটা আরোও অনেক পাওয়া যাবে খুঁজলে। তাহলে আমাদের আত্মবিশ্বাস এতো কম কেনো?কেনো আমরা স্টেজে দেশী লালন বাউলদের উঠাতে ভয় পাই?
হ্যা সংস্কৃতি কোন সীমানা মানেনা এটা আমিও বিশ্বাস করি কিন্তু আমাদের একান্ত সময় গুলোতেদেশের স্বার্থে সেটা ভুলে যাওয়াটাই ভালো,১৯৯৮সালে রিকি মার্টিনের গোল গোল গানটার কথা আমরা এখনোও ভুলি নাই,ওই সময় আমরা ফ্রানসের ভাষা না বুঝে থাকলেও এই গান গেয়েছি, ২০১০ সালে আফ্রিকার ওয়াকা ওয়াকা গানটার কথাও জানি,গানের অর্থ না জেনেও মানুষ এই গান গায়।এটা একমাত্র সম্ভব হয়েছিল কারন তারা তাদের নিজেস্ব সময় টা কাজে লাগাতে পেরেছিল।
তা বলে এই না যে বিদেশী শিল্পীদের গান শোনা যাবেনা,আমি নিজেও আতিফের গান শুনি,সুনিধি চৌহানের গান শুনি,কিন্তু ভাই আমার টাইমে আমি আমার দেশকেই প্রাধান্য দিবো হোক সে যত অখ্যাত গায়ক বা শিল্পী।আজকে হয়তো কোন লালন,বাউল কিংবা ভাটিয়ালী গান ভালো লেগে যেতে পারে কোন বিদেশীর সেটা কি আমাদের অর্জন না?আপনি অন্য সময় আতিফ আসলাম,রাহাত ফতেহ আলীদের নিয়ে রবীন্দ্র সরোবর অথবা চীন মৈত্রী হলে মিউজিক্যাল নাইট শো এর আয়োজন করেন,কিন্তু প্লিজ কোন উপলক্ষ্যে এদেরকে আনবেন না, এতো সমৃদ্ধ সঙ্গস্কৃতি থাকতেও যারা ধার করে সঙ্গস্কৃতি ভাড়া করে তাদের জন্ম নিয়া সন্দেহ আছে।
এ ধরনের বড় উপলক্ষে যদি আমরা হিন্দী গান প্রমোট করি তাইলে হলগুলোতে ভারতীয় মুভিগুলো না দেখানোর আন্দোলন ক্যান করি আমরা?! কেনো হিন্দী চ্যানেল বন্ধের জন্য মানব বন্ধন করি?
আমি জানি এই পোস্ট পড়ার পর অনেক উদার দেশপ্রেমিক এসে আমাকে উপদেশ দিবেন,সরি ভাই ওই ক্যান্ট গিভ ইও আ রেটস।
আর ভারতীয় গান,চ্যানেল,মুভি না দেইখা বা ভারতীয় স্টাইল ফলো না করলে যারা হীনমন্যতায় ভুগেন তাদের উদ্দেশ্যে বলি, এতকিছুই যখন শিখছেন তাইলে ভারতীয়দের কাছে যাইয়া দেশপ্রেমটাও শিখে নেন,কিভাবে নিজেদের প্লেয়ারদের নিজেদের স্বার্থেই তারা বিপিয়েল,কাউন্টি কোনটাতেই খেলতে দেয় না। আমাদের দেশে এতো ভালো এংকর থাকতেও নিয়ে আসা হয় ভারত থেকে, কেনো এখন পর্যন্ত কি কোন ভালো এংকর আত্মপ্রকাশ করেনি নাকি বাঙালি জিনিস প্রেস্টিজে লাগে কোনটা ?
মেইক সেনস!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০