আমি নিজেও দীর্ঘদিন #সরকারিচাকরি করে সম্মানের সাথে অবসর গ্রহণ করেছি। আমরা যেভাবে শিখেছি তা হলোঃ
সরকারের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করা, সরকারি চাকরিতে যে কোন বিভাগে অফিসার হিসেবে দায়িত্ব পালন করা মানে হচ্ছে, প্রত্যেক #কর্মকর্তার কিছু দায় আছে এবং কিছু দায়িত্ব পালন করতে হবে।
#সরকারি কর্মকর্তাদের সবচেয়ে বড় দায় হলোঃ তাদের ব্যক্তিগত অবহেলার জন্য, ঢিলেমী বা খামখেয়ালীর জন্য, অথবা অজ্ঞতার জন্য যদি সরকার ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদেরকে জবাবদিহি করার বিষয় রয়েছে এবং এই অযোগ্যতার মাত্রা অনুযায়ী শাস্তির ব্যবস্থা অবশ্যই আছে।
বাংলাদেশে কি আমরা এখন সেটা অনুসরণ করছি না? ওষুধ প্রশাসন এবং নানা সরকারি অঙ্গসংগঠনের সরকারি কর্মকর্তাদের বলতে শুনছি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উদ্ভাবিত করোনা সনাক্তকরণ কিট সরকারি নিয়ম মেনে হয়নি সেই কারণে এই কিট গ্রহণ করা হবে না এবং তাঁর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ তাঁর উপর মামলা-হামলা ইত্যাদি হতে পারে!
এখন কথা হলো বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশের মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে যত বেশি দ্রুত সম্ভব বেশি মানুষের রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে তাদের মধ্যে কোন #করোনাভাইরাস আছে কি-না? এটাই এই মুহূর্তের চাহিদা এবং মানুষের প্রাণ রক্ষা করার মতো চ্যালেঞ্জ! এই চ্যালেঞ্জের মোকাবেলায় ওষুধ প্রশাসন বা অন্যান্য দায়িত্বশীল সহকারী সংগঠন তাদের যে দায় এবং দায়িত্ব পালন করার কথা এবং সহযোগী মনোভাব নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র অথবা অন্যদের সাথে কাজ করার কথা, সেটা তারা কি করেছেন?
এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। তাদের যদি গাফিলতি থাকে তবে তাদের প্রত্যেককেই জবাবদিহির আওতায় আনা উচিত। এটাই হবে সরকারের দেশপ্রেমমূলক পদক্ষেপ। অন্যথায় মনে হবে, #সরকারিকর্মকর্তারা এখন আর প্রজাতন্ত্রের চাকর নয় বরং স্বঘোষিত এক একজন সম্রাট! কারো কারো ব্যবহার এমন যে সম্মানিত নাগরিকদেরকেও অফিস থেকে হুকুম দিয়ে বের করে দিতে পারেন এবং যেকোন কথা বলে পার পেয়ে যেতে পারেন! বিষয়টা সরকার এ দেশের মানুষের স্বার্থে খতিয়ে দেখা উচিত।
বাস্তবতা হচ্ছেঃ অযোগ্য কিন্তু তেলবাজ ও তোষামোদকারী সরকারি কর্মকর্তারা শুধু দেশের ক্ষতি করে না, সরকারি দলেরও মারাত্মক ক্ষতি করে থাকে। তা'ছাড়া, এদের শাস্তি না হওয়াটা দেশপ্রেমিক, যোগ্য এবং নিবেদিতপ্রাণ অসংখ্য #সরকারিকর্মকর্তা ও চাকুরের প্রতি অবজ্ঞা দেখানোর শামিল। তাই এদেরকে যথাযথ বিচারের আওতায় আনা উচিত! এদের লাগাম টেনে ধরা দেশের স্বার্থে প্রয়োজন।
আমরা সরকারি চাকরি করেছি সম্মানের সাথে কিন্তু "প্রজাতন্ত্রের চাকর" হিসেবে, মালিক-মোক্তার হিসেবে নয়। এখনো #প্রজাতন্ত্রেরচাকর হিসেবে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে এবং মন্ত্রীদের কাজ করতে হবে "স্বেচ্ছায় এগিয়ে আসা সেবক" হিসেবে, জমিদার বা রাজন্য হিসেবে নয়। মন্ত্রীমহোদয়রা রাজনীতি থেকে আসেন সুতরাং তাঁরা রাজনীতি করবেন, সন্দেহ নেই। কিন্তু সরকারি কর্মকর্তারা কেন রাজনীতির ক্রীড়নক হয়ে কাজ করবেন? তাঁরা তো সরকারি নিয়ম-নীতি এবং জনগণের স্বার্থকেই উর্ধ্বে তুলে ধরবেন! কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন অথবা দলীয় নেতাদের খুশি করার জন্য তাঁরা কেন কাজ করবেন? তাহলে তাঁরা সরকারি কর্মকর্তা হলেন কিভাবে?
"সরকার" মানে কোন নির্দিষ্ট দল বা জোট নয়, #সরকার মানে দেশ! সরকার মানে দেশের সকল জনগণ।
আসুন, দেশের কল্যাণে এবং ভালোবাসায় একনিষ্ঠ হই।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৬