A Simple Murder
শচীন পাঠকের নির্দেশনায় দেখার মতো একটি ভাল সিরিজ এ সিম্পল মার্ডার।
সাত পর্বের এই সিরিজ দেখতে মোটেও বোর হবেন না কথা দিচ্ছি।
সিরিজটা দেখতে দেখতে লুডু,লুটকেসের ফিল পাবেন। প্রতিটি পর্ব ২৬-৩০ মিনিটের।
ডার্ক কমেডি এবং থ্রিলার বেসড সিরিজ কিন্তু এর প্রতি কোনায় কোনায় টুইস্ট, প্রেমের গল্প, আবেগ,
বিশ্বাসঘাতকতা, রসবোধ এবং কিছু ওয়াদ্দাপাক সিচুয়েশন পেটে খিল ধরিয়ে দিবে।
প্রথম এক দুই পর্ব দেখার পরে মনে হচ্ছিলো এটাকে কেটেকুটে মুভি বানানো যেতো পরে পুরো দেখে বুঝেছি সিরিজ হওয়াতেই ভালো হয়েছে।
বিশেষ করে গোপাল দত্তের ইন্সপেক্টর হিসেবে যে অভিনয় করেছেন তা হিউমার এর নতুন সংজ্ঞা হয়ে থাকবে যাষ্ট হিলারিয়াস
সুন্দরভাবে পরিচালিত এবং সাতটি পর্বে এটি সম্পাদনা করা হয়েছে। দেড়ি না করে দেখে ফেলুন