একজন পেনটেস্টার এর প্রথম কাজ শুরু হয় এই নিয়মে
1) Footprinting
নোট -- এটার মানে হচ্ছে, প্রথমে যে সিস্টেম আপনি পেনিট্রেট করতে চাচ্ছেন , তার উপরে পর্যাপ্ত ডাটা সংগ্রহ করা ।
2) Scanning
নোট -- এটার মানে হচ্ছে, সিস্টেমকে আপনি স্ক্যান করবেন আর দেখবেন সেখানে কোন ভালনারিবিলিটি আছে কিনা ।
3) Enumeration
নোট -- এটার মানে হচ্ছে, স্ক্যান করা ডাটা একত্রিত করে , চেক করা দেখা , সেইটার মাঝে এমন কিছু আছে কিনা যা দ্বারা আপনি সিস্টেম কে ইজিলি পেনিট্রেট করতে পারেন । যদি না থাকে, তবে আবার স্ক্যান করুন ।
4) System Hacking
নোট -- বলাই বাহুল্য এই পর্যায়ে আপনি সিস্টেম এর উপরে এটাক করবেন । কারন আপনার কাছে স্ক্যানিং এর কারনে অনেক ডাটা আছে ।
5) Escalation of Privilege
নোট -- এখানে আপনি সিস্টেম এর এক্সেস নিবেন, যেখানে আপনি হবেন একজন সুপার অ্যাডমিন
smile emoticon
6)Covering Tracks
নোট -- আপনার হ্যাকিং শেষ । সুতরাং আপনি এখন আপনার লগগুলো ডিলিট করে দিন । মানে আপনার সমস্ত ট্র্যাক মুছে দিন ।
7) Planting Backdoors
নোট -- ঠিক ফিরে যাওয়ার আগে আপনার তৈরি করা অথবা কারো ফেলে রাখা ব্যাকডোর বসিয়ে দেন সিস্টেমে যাতে , আপনি তাকে যে কোন মুহূর্তে আবার বাহুডোরে নিতে পারেন
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৫