রহমতের দরিয়ায়
গীতিকারঃ শাহ আশরাফ
রহমতের দরিয়ায়
ডুব দিয়া প্রাণ জুড়ায়,
রাখিও দয়াল সদা
প্রেমেরই হালে ।।
যে পাইল তোমারে
সে কি থাকে দূরে
যত ব্যাথা দাও তারে থাকে না ভুলে -
ছাড়িয়া বিষয় বাড়ি
তোমারে স্মরণ করি
দিবানিশি তার তরী উজানে চলে ।।
যে পায় ফয়েজ রহমত
সব কাজে হয় বরকত
শয়তানের কথা মতো আর নাহি চলে -
হয়ে যায় সে দয়াল প্রেমী
চলন হয় তার উর্ধগামী
ফেলে দেয় সে বিষয় জমি চরণের তলে ।।
পাপী আশরাফের মন
শোনে না কোন বারণ
ছুটে বেড়ায় অকারণ দয়ালকে ভুলে -
ওহে দয়াল প্রাননাথ
অসুর কর নিপাত
অবুঝ শিশু পাতে হাত নেও গো কোলে ।।
তাং ২৯/০৬/২০২২ খৃষ্টাব্দ
শাহ মখদুম বাবার দরগার পাশে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩১