[আটষট্টি]
আল্লাহ্, রাছুল, কোরান, হাদিস
-- শাহ সুফি ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী (মাঃআঃ)
আল্লাহ্, রাছুল, কোরান, হাদিস
মানে সকল মুসলমান
তবে কে করে সব অপকীর্তি
তারা বিধর্মী না মুসলমান ॥
সুদ, ঘুষ, জীনা, কীনা
মিথ্যা, হিংসা, প্রবঞ্চনা
চুরি, ডাকাতি, অহংকার, ঘৃণা
কে করে তার লও প্রমাণ ॥
কালােবাজারী, মুনাফাখুরী
খুন খারাবী, মারামারি
কে হরে অপরের নারী
মানুষেরে করে অপমান ॥
কে করে মসজিদে চুরি
আবার দলাদলি চুগলখুরী
যৌতুক, তালাক, ছাড়াছাড়ি
কার কাছে আজ পাইল স্থান ॥
দেয় ওজনে কম, খাদ্যে ভেজাল
মানুষ মারার পাতিল জাল
প্রতি কাজে সাজে দালাল
ঠিক নাই আজ কার জবান ॥
মুখে মুখে ধর্মের প্রভাব
মূলতঃ স্বভাবের অভাব
মানলে কই আর কোরআন কিতাব
জিজ্ঞাসে ফরিদের প্রাণ ।।
তারিখঃ | | খৃঃ
মনিপুর, মিরপুর, ঢাকা।
[আত্মজাগরণ ২য় খন্ড]
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৩