[ছেষট্টি]
অর্থ, নারী, স্বর্গ, খােদা
--- শাহ সুফি ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী (মাঃআঃ)
অর্থ, নারী, স্বর্গ, খােদা
এই চার নেশায় জগত ঘুরে
এক এক জন এক এক ভাবে
মত্ত আছে সংসারে ॥
ঐ দেখ অর্থ পূজারী
ভাবে কেবল অর্থ করি
করে খুন খারাবী, মারামারি
ঈমান বিকায় অর্থের দরে ॥
কামের নেশায় বিভাের হয়ে
মানুষ আপনাকে যায় হারিয়ে
কাম বিকারে মত্ত হয়ে
ডুবে যায় কাম সাগরে ॥
নরকের ভয়ে, স্বর্গের আশায়
মানুষ জীবন ভরা কেন্দে কাটায়
যার বেহেস্ত তারে না চায়
বুঝি বুঝ হল না অন্তরে ॥
খােদার পাগল যে জন ধরায়
অর্থ, নারী, স্বর্গ না চায়
মুর্শিদ চান্দের চরণ আশায়
ফরিদ নাম মাত্র সংসার করে ॥
তারিখঃ ২০/০৫/৮২ খৃঃ
মনিপুর, মিরপুর, ঢাকা ।
[আত্মজাগরণ ২য় খন্ড]
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:০৫