সামহয়্যার ইন ব্লগে রেজিষ্ট্রেশনের ৭ দিন পূর্ণ হবার পর যখনই আমি ব্লগে লগ ইন করতাম আমার প্রথম চোখটা যেত ইন্ডিকেটরের সেই বজ্জাত কাঁটাটার উপর, কখন জেনারেল হই এই আশাই। আমি খুব বিরক্ত ভরা দৃষ্টিতে ভ্রু-মুখ কুচকিয়ে কাঁটাটার দিকে তাকাতাম(মনে মনে আবার গালিও দিতাম)। ব্যাটা চোখ সরা আমার উপর থেকে। কোন কাজ তো হলই না, তার উপর সে তার বিশ্রী রকমের জঘন্য চোখের দৃষ্টি দিয়ে আরো সাআআত দিন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারল।
আমি এইমাত্র নোটিশ পেলাম, "আপনাকে ফ্রন্টপেইজ একসেস দেওয়া হয়েছে"।
কিন্তু সেই বজ্জাত কাঁটা নির্লজ্জ বেহায়ার মত প্রথম দিন যে জাগাই দাঁড়িয়ে ছিল আজও তার অবস্থানের কোন পরিবর্তন হল না। অর্থাৎ ওয়াচে ছিলাম ওয়াচেই আছি। প্রশ্ন হল ওয়াচেই কি থাকবো???
এখন ফ্রন্টপেইজ একসেস দেওয়া বলতে কি বুঝাচ্ছে- জেনারেল নাকি মিনারেল ঠিক বুঝতে পারছিনা।
যাহোক তেনাদের দয়া ৭ দিন বলে ১৪ দিন পর ফ্রন্টপেইজে একসেস দেওয়ার জন্যে। সুযোগ যখন কোন ভাবেই মিলছিল না চিন্তাই পড়ে গেছিলাম। আমি সরকারি কোন প্রতিস্ঠানে রেজিষ্ট্রশন করলাম নাকি!!!???
একটু অন্য প্রসঙ্গে আসি। এই কয়দিন আমি কম-বেশি সবার ব্লগে ঘুরে তাদের লেখা গুলো পড়েছি। পড়ার পর আমার দুই রকমের অনুভুতি হয়েছে। দুঃখ পেয়েছি আবার ভীষন রকমের হিংসাও হয়েছে। দুঃখ হয়েছে কারন- এত চমৎকার কিছু লেখা পড়লাম আজীবন কলম পিষলেও অমন লেখা লিখতে বোধহয় পারব না। আর লিখতে যেহেতু পারব না, তাই মনে হচ্ছে এত ভালো লিখা ভালো না। গল্প-কবিতা যে কোন কিছু লিখতে চাইলে ভাষাকে যেভাবে ব্যবহার করা বা অলংকারিত করা দরকার সেটিকে আমার কাছে একটা দুর্লভ বস্তু বলে মনে হয়।
যখনই কোন কিছু লিখতে চেষ্টা করি গল্প শেষে আমার গল্পের সারমর্ম আমি যা আবিস্কার করি সেটি এই রকম- "ওখানে গেলাম, ঘুরলাম ফিরলাম, খেলাম দেলাম" কাহিনী শেষ। এই তো আমার অবস্থা।
অবশ্য চিন্তা করে দেখলাম, সবাই কে লিখেই যে আনন্দ পেতে হবে এরও কোন মানে নাই। সবাই লিখলে পড়বে কে? "ভারসাম্য বজাই রাখতে তো"। তাপরও মন কিন্তু মানে না। লিখতে ইচ্ছা করে। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, "আমরা যারা ভালো লিখতে পারিনা তারা শুধু নিজেদের জন্য লিখি, আর যারা ভালো লিখতে পারে তারা আমাদের জন্যে লিখুক"।
পরিশেষে বলি, যারা ভালো লিখেন- আল্লাহ্ আপনাদের অনেকদিন বাঁচিয়ে রাখুক সুন্দর সুন্দর আরো অনেক লেখা উপহার দেবার জন্যে আর আমাদের বাঁচিয়ে রাখুক সেই সুন্দর লেখা গুলো পড়ার জন্যে। "এতে করে ভারসাম্য বজাই থাকবে"।
"অটুট থাকুক সকলের এই বন্ধন"।
"কফি হাউজের এই আড্ডা কোনদিন যেন শেষ না হয়"।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪